অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ অলিগার্ক এবং সাবেক কেজিবি কর্মকর্তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি এই কথা পার্লামেন্টে স্বীকার করেছেন জনসন।
তিনি জানিয়েছেন, কেজিবির সাবেক কর্মকর্তা আলেকজান্ডার লেবেদেভের সঙ্গে তিনি একা সাক্ষাৎ করেছিলেন। অবশ্য খুব কম অনুষ্ঠানেই ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়েছে বলে দাবি করেন তিনি।
পার্লামেন্টে প্রশ্নোত্তরে জনসন জানান, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৮ সালে ইতালিতে ওই রুশ ধনকুবের এবং ইভনিং স্ট্যান্ডার্ডের সাবেক মালিকের সঙ্গে তিনি একা দেখা করেছিলেন। সেখানে শুধু তাঁরা দুজন ছিলেন।
জনসনই কেজিবির সাবেক কর্মকর্তা লেবেদেভের ছেলে ইভজেনিকে হাউস অব লর্ডসের সদস্য বানিয়েছেন।
সেই নিয়োগকে ঘিরেই বিতর্ক। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও এই ব্যক্তির নামে অনাপত্তি জানানো হয়েছে। সাবেক কেজিবি সদস্যের ছেলেকে হাউস অব লর্ডসের সদস্য বানানো জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলেও গোয়েন্দারা সতর্ক করেছিলেন।
সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি স্নায়ুযুদ্ধকালে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কেজিবি কর্মকর্তা ছিলেন। পুতিনের বহু ঘনিষ্ঠজন কেজিবির সাবেক কর্মকর্তা।
সম্প্রতি হাউস অব কমন্সের লিয়াজোঁ কমিটিতে লেবার পার্টির সদস্য ডেম ডায়ানা জনসনের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বরিস জনসন।
প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘আমি অবশ্যই ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছি। আমি লন্ডনের মেয়র থাকাকালীন লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ডের স্বত্বাধিকারী ছিলেন তিনি। তখন আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম।’
ইভনিং স্ট্যান্ডার্ডের বর্তমান মালিক লর্ড লেবেদেভ যুক্তরাজ্যের জন্য ‘নিরাপত্তা ঝুঁকি’—এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন জনসন।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন লর্ড লেবেদেভের দীর্ঘদিনের বন্ধু। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার পরে নিরাপত্তা সংস্থার নেতিবাচক মূল্যায়নটি প্রত্যাহার করা হয়েছিল।
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ অলিগার্ক এবং সাবেক কেজিবি কর্মকর্তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি এই কথা পার্লামেন্টে স্বীকার করেছেন জনসন।
তিনি জানিয়েছেন, কেজিবির সাবেক কর্মকর্তা আলেকজান্ডার লেবেদেভের সঙ্গে তিনি একা সাক্ষাৎ করেছিলেন। অবশ্য খুব কম অনুষ্ঠানেই ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়েছে বলে দাবি করেন তিনি।
পার্লামেন্টে প্রশ্নোত্তরে জনসন জানান, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৮ সালে ইতালিতে ওই রুশ ধনকুবের এবং ইভনিং স্ট্যান্ডার্ডের সাবেক মালিকের সঙ্গে তিনি একা দেখা করেছিলেন। সেখানে শুধু তাঁরা দুজন ছিলেন।
জনসনই কেজিবির সাবেক কর্মকর্তা লেবেদেভের ছেলে ইভজেনিকে হাউস অব লর্ডসের সদস্য বানিয়েছেন।
সেই নিয়োগকে ঘিরেই বিতর্ক। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও এই ব্যক্তির নামে অনাপত্তি জানানো হয়েছে। সাবেক কেজিবি সদস্যের ছেলেকে হাউস অব লর্ডসের সদস্য বানানো জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলেও গোয়েন্দারা সতর্ক করেছিলেন।
সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি স্নায়ুযুদ্ধকালে পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কেজিবি কর্মকর্তা ছিলেন। পুতিনের বহু ঘনিষ্ঠজন কেজিবির সাবেক কর্মকর্তা।
সম্প্রতি হাউস অব কমন্সের লিয়াজোঁ কমিটিতে লেবার পার্টির সদস্য ডেম ডায়ানা জনসনের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বরিস জনসন।
প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘আমি অবশ্যই ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছি। আমি লন্ডনের মেয়র থাকাকালীন লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ডের স্বত্বাধিকারী ছিলেন তিনি। তখন আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম।’
ইভনিং স্ট্যান্ডার্ডের বর্তমান মালিক লর্ড লেবেদেভ যুক্তরাজ্যের জন্য ‘নিরাপত্তা ঝুঁকি’—এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন জনসন।
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন লর্ড লেবেদেভের দীর্ঘদিনের বন্ধু। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার পরে নিরাপত্তা সংস্থার নেতিবাচক মূল্যায়নটি প্রত্যাহার করা হয়েছিল।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৩৪ মিনিট আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
১ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
১ ঘণ্টা আগে