আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হয়ে গেছে এক দিন আগেই। চুক্তি শেষ হতে না হতেই এবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনীয় বন্দর ওদেসায় হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওদেসা বন্দরে এই হামলা এমন এক সময়ে এল যখন রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, গত সোমবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ব্রিজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে।
ক্রিমিয়া ব্রিজে হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি বাতিলের ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ওদেসা বন্দরে রুশ হামলা হলো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, ওদেসায় রুশ হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভ বন্দরের কর্তৃপক্ষও সেখানে ভয়াবহ হামলার কথা জানিয়েছে।
ওদেসা বন্দরে রুশ হামলার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের বন্দরে রাতের বেলা হামলা চালিয়ে রাশিয়া প্রমাণ করেছে, দেশটির সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কারণ, এরা কোনো না কোনোভাবে ইউক্রেন থেকে যাওয়া খাদ্যশস্যের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে রাশিয়ার ৬টি ক্যালিব্র ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ওদেসা বন্দর অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চলের আশপাশে।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া ব্রিজের ব্যাপারে তারা আরও জানিয়েছে, ব্রিজের একমুখী চলাচল চালু করা হয়েছে।
জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হয়ে গেছে এক দিন আগেই। চুক্তি শেষ হতে না হতেই এবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনীয় বন্দর ওদেসায় হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওদেসা বন্দরে এই হামলা এমন এক সময়ে এল যখন রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, গত সোমবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ব্রিজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে।
ক্রিমিয়া ব্রিজে হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি বাতিলের ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ওদেসা বন্দরে রুশ হামলা হলো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, ওদেসায় রুশ হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভ বন্দরের কর্তৃপক্ষও সেখানে ভয়াবহ হামলার কথা জানিয়েছে।
ওদেসা বন্দরে রুশ হামলার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের বন্দরে রাতের বেলা হামলা চালিয়ে রাশিয়া প্রমাণ করেছে, দেশটির সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কারণ, এরা কোনো না কোনোভাবে ইউক্রেন থেকে যাওয়া খাদ্যশস্যের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে রাশিয়ার ৬টি ক্যালিব্র ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ওদেসা বন্দর অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চলের আশপাশে।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া ব্রিজের ব্যাপারে তারা আরও জানিয়েছে, ব্রিজের একমুখী চলাচল চালু করা হয়েছে।
চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
১ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
৪ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
৪ ঘণ্টা আগে