Ajker Patrika

শস্যচুক্তি বাতিলের পর এবার ওদেসা বন্দরে হামলা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭: ১৭
শস্যচুক্তি বাতিলের পর এবার ওদেসা বন্দরে হামলা চালাল রাশিয়া

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হয়ে গেছে এক দিন আগেই। চুক্তি শেষ হতে না হতেই এবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনীয় বন্দর ওদেসায় হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওদেসা বন্দরে এই হামলা এমন এক সময়ে এল যখন রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, গত সোমবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ব্রিজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে। 

ক্রিমিয়া ব্রিজে হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি বাতিলের ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ওদেসা বন্দরে রুশ হামলা হলো। 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, ওদেসায় রুশ হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভ বন্দরের কর্তৃপক্ষও সেখানে ভয়াবহ হামলার কথা জানিয়েছে। 

ওদেসা বন্দরে রুশ হামলার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের বন্দরে রাতের বেলা হামলা চালিয়ে রাশিয়া প্রমাণ করেছে, দেশটির সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কারণ, এরা কোনো না কোনোভাবে ইউক্রেন থেকে যাওয়া খাদ্যশস্যের ওপর নির্ভরশীল। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে রাশিয়ার ৬টি ক্যালিব্র ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ওদেসা বন্দর অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চলের আশপাশে। 

এদিকে রাশিয়া জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া ব্রিজের ব্যাপারে তারা আরও জানিয়েছে, ব্রিজের একমুখী চলাচল চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত