Ajker Patrika

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৫৩

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২২: ৪০
ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৫৩

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের জনবহুল ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। বোমা হামলার কারণ জানা যায়নি। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। এ বোমা হামলাকে তিনি ‘জঘন্য হামলা’ বলে অভিহিত করেছেন। 

আতঙ্কিত মানুষ ছুটতে থাকেন দিগ্‌বিদিকইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে যোগদানের আগে এরদোয়ান বলেন, এটি একটি ‘বিশ্বাসঘাতক আক্রমণ’। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে। 

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইটার পোস্টে জানান, স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত