Ajker Patrika

ইউক্রেনের পক্ষে লড়তে গিয়ে প্রাণ গেল সাবেক ব্রিটিশ সেনার

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউক্রেনের পক্ষে সেভরোদনেৎস্কে যুদ্ধে অংশ নিয়েছিলেন সাবেক ব্রিটিশ সেনা জর্দান গ্যাটলি। যুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ব্রিটিশ সেনাবাহিনী ছাড়ার পর ইউক্রেনে যান জর্দান গ্যাটলি। তাঁকে ‘বীর’ বলে আখ্যা দিয়েছেন তাঁর বাবা। 

জর্দান গ্যাটলির বাবা ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ছিলেন জর্দান গ্যাটলি। সেভরোদনেৎস্কে গত কয়েকদিনের চলমান যুদ্ধে শহর বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। নিহতের সংবাদ আমরা শুক্রবার জানতে পারি।’ 

এর আগে গত এপ্রিলে স্কট সিবলি নামের আরেক ব্রিটিশ নাগরিক যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে মারা যান। 

অন্যদিকে, সম্প্রতি নিজেদের হাতে আটক ইউক্রেনের যে তিন যোদ্ধার বিরুদ্ধে রাশিয়ার অনুগত গণপ্রজাতন্ত্রী লুহানস্ক কর্তৃপক্ষ ফাঁসির রায় দিয়েছে, তাঁদের দুজনও ব্রিটিশ। 

উল্লেখ্য, সেভেরোদনেৎস্কের বেশির ভাগ এলাকা এখন রুশদের দখলে বলে স্বীকার করেছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই। রুশ বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, এ অঞ্চলের সব আবাসিক এলাকা এখন তাঁদের নিয়ন্ত্রণে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দনবাসে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের সৈন্যরা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খেরসন ও জাপোরিঝিয়ার গ্রাম ও শহরগুলো পুনরুদ্ধার করেছে।’ 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত