Ajker Patrika

জার্মানিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭, পুলিশের ‘অত্যন্ত বিপজ্জনক’ সতর্কতা জারি

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০: ৩২
জার্মানিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭, পুলিশের ‘অত্যন্ত বিপজ্জনক’ সতর্কতা জারি

জার্মানির হামবুর্গের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আটজন। স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জার্মান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের গ্রোস বরস্ট ডিস্ট্রিক্টে ডিয়েবুগা সড়কের জেহোভাস উইটনেস সেন্টারে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারী একজন নাকি একাধিক তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

এক টুইটার পোস্টে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত মারাত্মক। কী কারণে এ হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। অযথা গুজব না ছড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

হামবুর্গ পুলিশ ওই এলাকায় ‘অত্যন্ত বিপজ্জনক’ সতর্কতা জারি করেছে এবং বিপর্যয় সতর্কীকরণ অ্যাপ ব্যবহার করে ওই এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে এ ঘটনায় টুইটারে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর নগরীর মেয়র পিটার চেনচার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, জরুরি নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিকের সর্বোচ্চ চেষ্টা করছেন।

স্থানীয় দৈনিক হ্যামবার্গার অ্যাবেন্ডব্লাট জানিয়েছে, সাপ্তাহিক বাইবেল পাঠের জন্য লোকজন ওই গির্জায় জড়ো হয়েছিলেন। গির্জাটি অনেক প্রাচীন এবং ১৯ শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত।

৩ হাজার ৮০০ মানুষ হামবুর্গে বাস করেন। জার্মানিতে এর আগেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালে বার্লিন ক্রিসমাস মার্কেটে চরমপন্থী ইসলামি গোষ্ঠীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারিতে মধ্য জার্মানির হানাউ শহরে একজন চরমপন্থী বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত