Ajker Patrika

খেরসনে ৪০০ বর্গকিলোমিটার পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

খেরসনে ৪০০ বর্গকিলোমিটার পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জনের দাবি করেছে ইউক্রেন। প্রতিপক্ষ রাশিয়াও স্বীকার করেছে, ইউক্রেনের সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে প্রতিরক্ষা ব্যূহ ভেঙে অনেক গভীরে প্রবেশ করেছে। সর্বশেষ, কিয়েভ দাবি করেছে তাদের সেনারা খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনে দাবি করেছে—তাদের সেনারা ‘রাশিয়ার অন্তর্ভুক্ত’ খেরসনে অন্তত ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। দেশটির দাবি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অগ্রগতি অর্জিত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের ৪০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা মুক্ত করেছে।’ 

এ ছাড়া, ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলেও বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। লুহানস্কের পাশাপাশি পার্শ্ববর্তী দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে কিয়েভ। গতকাল বুধবার লুহানস্কে ইউক্রেন কর্তৃক নিযুক্ত আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই দাবি করেন। 

টেলিগ্রাম বার্তায় সেরহি গাইদাই বলেন, ‘লুহানস্ককে দখলদার মুক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা রাশিয়ার সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আবারও ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।’ 

কেবল লুহানস্ক নয়, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে। খেরসন অঞ্চলের একটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ তম মেরিন ব্রিগেডকে খেরসনের ‘ডেভিডিভ ব্রিড’ গ্রামে পতাকা ওড়াতে দেখা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত