ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি বিমানবন্দরের বাইরে থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে। আলোচিত এই গ্রেপ্তার নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, এই গ্রেপ্তারের পেছনে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কলকাঠি নেড়েছেন।
রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেছিলেন। সেখান থেকেই পরিচালনা করতেন টেলিগ্রাম সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তাঁর ফরাসি নাগরিকত্ব রয়েছে। গত ২৪ আগস্ট তাঁকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়।
দুরভকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চুরি মাল গ্রহণ, অর্থ পাচার, প্রতারণা, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অবৈধ কার্যকলাপেরও।
দুরভের গ্রেপ্তার নিয়ে নানা তত্ত্বের মধ্যে এবার নিজের ধারণাটিও প্রকাশ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স মাধ্যমে ইতিপূর্বে তিনি দুরভকে সমর্থন করে টুইটও করেছিলেন। এবার তাঁর গ্রেপ্তারের পেছনে বাইডেন প্রশাসনের হাত থাকতে পারে বলেও মত দিয়েছেন মাস্ক।
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুরভের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ। ২ ঘণ্টারও বেশি সময়ের ওই ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কার্লসন লিখেছেন, ‘টেলিগ্রামের সিইও পাভেল দুরভের গ্রেপ্তারে কি বাইডেন প্রশাসন জড়িত ছিল? ব্যাখ্যা করেছেন মাইক বেঞ্জ।’
কার্লসনের পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘বিষয়টি ভেবে দেখার মতো।’
সাক্ষাৎকারে বেঞ্জ বলেছেন, দুরভকে গ্রেপ্তারের শুরু দিকেই তিনি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে সন্দেহ করেছিলেন। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি বিমানবন্দরের বাইরে থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে। আলোচিত এই গ্রেপ্তার নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, এই গ্রেপ্তারের পেছনে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কলকাঠি নেড়েছেন।
রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেছিলেন। সেখান থেকেই পরিচালনা করতেন টেলিগ্রাম সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তাঁর ফরাসি নাগরিকত্ব রয়েছে। গত ২৪ আগস্ট তাঁকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়।
দুরভকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চুরি মাল গ্রহণ, অর্থ পাচার, প্রতারণা, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অবৈধ কার্যকলাপেরও।
দুরভের গ্রেপ্তার নিয়ে নানা তত্ত্বের মধ্যে এবার নিজের ধারণাটিও প্রকাশ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স মাধ্যমে ইতিপূর্বে তিনি দুরভকে সমর্থন করে টুইটও করেছিলেন। এবার তাঁর গ্রেপ্তারের পেছনে বাইডেন প্রশাসনের হাত থাকতে পারে বলেও মত দিয়েছেন মাস্ক।
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুরভের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ। ২ ঘণ্টারও বেশি সময়ের ওই ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কার্লসন লিখেছেন, ‘টেলিগ্রামের সিইও পাভেল দুরভের গ্রেপ্তারে কি বাইডেন প্রশাসন জড়িত ছিল? ব্যাখ্যা করেছেন মাইক বেঞ্জ।’
কার্লসনের পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘বিষয়টি ভেবে দেখার মতো।’
সাক্ষাৎকারে বেঞ্জ বলেছেন, দুরভকে গ্রেপ্তারের শুরু দিকেই তিনি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে সন্দেহ করেছিলেন। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।
ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পরই আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি সরাসরি আক্রমণ করেছেন ভারত ও রাশিয়াকে। ট্রাম্প বলেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, আমার কিছু আসে যায় না।
১৮ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশ পাকিস্তানে তেল উত্তোলনে কাজ করবে। এমনকি তিনি আশাও প্রকাশ করেন যে, হয়তো কোনো একদিন ভারতের কাছেও পাকিস্তান এই তেল বিক্রি করবে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা বলেছেন।
৩৪ মিনিট আগেগাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭১ ফিলিস্তিনি, যাদের ৫১ জনই নিহত। খাদ্যাভাবে অপুষ্টিতে ভুগে নিহত হয়েছেন আরও ৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
৪১ মিনিট আগেসাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলার জানিয়েছেন, গাজার দক্ষিণে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। নিহত কিশোরের নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কর্মকর্তা।
১ ঘণ্টা আগে