Ajker Patrika

ইউক্রেনকে সহায়তা দেওয়ার অঙ্গীকার ন্যাটোর 

ইউক্রেনকে সহায়তা দেওয়ার অঙ্গীকার ন্যাটোর 

আটলান্টিক সাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো ইউক্রেনকে সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। ন্যাটোর সদস্য দেশগুলো বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে, পাশাপাশি যুদ্ধে ফলে সৃষ্ট ‘নতুন বাস্তবতার’ সঙ্গে ন্যাটোর নিজস্ব ‘নিরাপত্তা ব্যবস্থা’ খাপ খাইয়ে নেবে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দেওয়ার আগে বলেছেন, ‘আমরা (ন্যাটো) ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা তাদের আত্মরক্ষার প্রচেষ্টাকে বলীয়ান করতে তাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব।’ 

ইউক্রেনীয়দের নিজেদের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলংগ্রিয়েন সাংবাদিকদের বলেছেন, ‘ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে।’ 

যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে দীর্ঘ সময় দেশটি ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছে। তবে গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে, তিনি মস্কো সঙ্গে ন্যাটোর সদস্যপদ বিষয়ে সমঝোতা করতে প্রস্তুত এবং তাঁরা ন্যাটোর সদস্য হতে চান না। এ প্রসঙ্গে ইউক্রেনের সরকার মঙ্গলবার বলেছে—তাঁরা বুঝতে পেরেছে যে ন্যাটোর সদস্যপদ পাওয়ার দরজা তাঁদের জন্য খোলা নেই। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে কূটনীতিকেরা ও সামরিক বিশ্লেষকেরা অনুমান করছেন যে—গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে ২০ হাজারেরও বেশি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র সহায়তা পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত