রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শহর মারিউপল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শহরটি পতনের এক বছর হয়ে গেছে। এখন সেখানে চলছে রুশকরণ। মস্কোর শাসনের প্রতীক হিসেবে শহরটিকে নতুন রূপ দেওয়া হচ্ছে। অনেক রুশ সেখানে ছুটছেন সস্তায় বাড়ি বা সম্পত্তি কেনার আশায়।
রাশিয়ার দাবি, বেশ কয়েকটি গণভোটের পর তারা মারিউপলসহ ইউক্রেনের অন্যান্য অধিকৃত এলাকাগুলো মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে।
শহরটিতে দীর্ঘ দুই মাসব্যাপী অবরোধ ও ধারাবাহিক বোমা বর্ষণে প্রায় ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাবে, যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৩০ হাজার। বোমা হামলায় হাজারো বাসিন্দা নিহত হয়েছেন, শহর ছেড়ে পালিয়ে গেছেন সাড়ে ৩ লাখের মতো।
এখন শহরটিকে রুশকরণ করার প্রক্রিয়া চলছে। শহরটিতে ইউক্রেনীয় ভাষার পথ সংকেতগুলো রুশ ভাষায় পরিবর্তন করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে রুশ পাঠ্যক্রম যুক্ত করা হচ্ছে। যেসব বাসিন্দা এখনো রয়ে গেছেন তাঁদের রুশ পাসপোর্ট করিয়ে নিতে বাধ্য করা হচ্ছে।
বিবিসি ভেরিফাই স্যাটেলাইট ছবি থেকে মারিউপল পুনর্গঠনের তথ্য–প্রমাণ যাচাই করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়া কীভাবে শহরটির চেহারা বদলে দিচ্ছে। একদিকে নতুন নির্মাণ চলছে, অন্যদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। যুদ্ধপূর্ব বাসিন্দাদের কাছ থেকে শোনা যাচ্ছে, তাঁরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভীত।
উত্তর মেরু অঞ্চলের রুশ শহর মুরমানস্কের বাসিন্দা ভ্লাদিমির বিবিসিকে বলেন, ‘আমি একটা জায়গা খুঁজে পেয়েছি। মারিউপল একদিন একটা সুন্দর শহর হবে।’
তিনিসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি। ভ্লাদিমির অবশ্য তাঁর পুরো নাম প্রকাশ করতে চাননি।
ভ্লাদিমির ওই কয়েক ডজন রুশদের মধ্যে একজন যিনি কয়েক মাস ধরে অধিকৃত মারিউপলে বাড়ি খুঁজতে ভিকোনতাকতে নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুঁ মারছেন। এটি রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক।
ভ্লাদিমির বলেন, এরই মধ্যে তিনি মুরমানস্ক শহরে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। শিগগিরই মারিউপলে নতুন বাড়িতে সপরিবারে উঠবেন। বিবিসিকে তিনি বলেন, ‘মূল বিষয় হলো এটি সমুদ্রের পাশে।’ এখানে বাড়ির দাম কম বলেই তিনি কিনছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মারিউপলের পুনর্গঠন দ্রুত গতিতে এগোচ্ছে। সেখানকার জনজীবন স্বাভাবিকরূপে ফিরে এসেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন রসিয়া এক প্রতিবেদনে বলে, ‘ধ্বংসস্তূপের জায়গায় এখন নতুন ফ্ল্যাটের ব্লক, নার্সারি, স্কুল গড়ে উঠেছে। সবকিছুই সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি দিয়ে পুনর্গঠন করা হচ্ছে।’
রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শহর মারিউপল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শহরটি পতনের এক বছর হয়ে গেছে। এখন সেখানে চলছে রুশকরণ। মস্কোর শাসনের প্রতীক হিসেবে শহরটিকে নতুন রূপ দেওয়া হচ্ছে। অনেক রুশ সেখানে ছুটছেন সস্তায় বাড়ি বা সম্পত্তি কেনার আশায়।
রাশিয়ার দাবি, বেশ কয়েকটি গণভোটের পর তারা মারিউপলসহ ইউক্রেনের অন্যান্য অধিকৃত এলাকাগুলো মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে।
শহরটিতে দীর্ঘ দুই মাসব্যাপী অবরোধ ও ধারাবাহিক বোমা বর্ষণে প্রায় ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাবে, যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৩০ হাজার। বোমা হামলায় হাজারো বাসিন্দা নিহত হয়েছেন, শহর ছেড়ে পালিয়ে গেছেন সাড়ে ৩ লাখের মতো।
এখন শহরটিকে রুশকরণ করার প্রক্রিয়া চলছে। শহরটিতে ইউক্রেনীয় ভাষার পথ সংকেতগুলো রুশ ভাষায় পরিবর্তন করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে রুশ পাঠ্যক্রম যুক্ত করা হচ্ছে। যেসব বাসিন্দা এখনো রয়ে গেছেন তাঁদের রুশ পাসপোর্ট করিয়ে নিতে বাধ্য করা হচ্ছে।
বিবিসি ভেরিফাই স্যাটেলাইট ছবি থেকে মারিউপল পুনর্গঠনের তথ্য–প্রমাণ যাচাই করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়া কীভাবে শহরটির চেহারা বদলে দিচ্ছে। একদিকে নতুন নির্মাণ চলছে, অন্যদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। যুদ্ধপূর্ব বাসিন্দাদের কাছ থেকে শোনা যাচ্ছে, তাঁরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভীত।
উত্তর মেরু অঞ্চলের রুশ শহর মুরমানস্কের বাসিন্দা ভ্লাদিমির বিবিসিকে বলেন, ‘আমি একটা জায়গা খুঁজে পেয়েছি। মারিউপল একদিন একটা সুন্দর শহর হবে।’
তিনিসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি। ভ্লাদিমির অবশ্য তাঁর পুরো নাম প্রকাশ করতে চাননি।
ভ্লাদিমির ওই কয়েক ডজন রুশদের মধ্যে একজন যিনি কয়েক মাস ধরে অধিকৃত মারিউপলে বাড়ি খুঁজতে ভিকোনতাকতে নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুঁ মারছেন। এটি রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক।
ভ্লাদিমির বলেন, এরই মধ্যে তিনি মুরমানস্ক শহরে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। শিগগিরই মারিউপলে নতুন বাড়িতে সপরিবারে উঠবেন। বিবিসিকে তিনি বলেন, ‘মূল বিষয় হলো এটি সমুদ্রের পাশে।’ এখানে বাড়ির দাম কম বলেই তিনি কিনছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মারিউপলের পুনর্গঠন দ্রুত গতিতে এগোচ্ছে। সেখানকার জনজীবন স্বাভাবিকরূপে ফিরে এসেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন রসিয়া এক প্রতিবেদনে বলে, ‘ধ্বংসস্তূপের জায়গায় এখন নতুন ফ্ল্যাটের ব্লক, নার্সারি, স্কুল গড়ে উঠেছে। সবকিছুই সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি দিয়ে পুনর্গঠন করা হচ্ছে।’
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মারা গেছেন। ভ্যাটিকান এই খবর নিশ্চিত করেছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার পর কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের ১২ বছর পর তাঁর মৃত্যু হলো।
১ ঘণ্টা আগেমূলত তিনি ইতালির নাগরিক। তবে তাঁর জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তাঁর বাবা-মা। পরে সেখানে থাকতেই জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
৪ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৪ ঘণ্টা আগে