Ajker Patrika

বিশ্বে ওমিক্রনে প্রথম মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
বিশ্বে ওমিক্রনে প্রথম মৃত্যু

করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, ‘হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওমিক্রনে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।’ 

বরিস জনসন আরও বলেন, ‘আমি মনে করি, এই ভাইরাসকে মৃদু ভাবার কোনো কারণ নেই। যে গতিতে জনগণের মাঝে ছড়াচ্ছে এটি যে মৃদু নয় এটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’ 

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন। 

ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার বুস্টার ডোজ ত্বরান্বিত করতে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। করোনা টিকার বুস্টার ডোজ নিতে লক্ষাধিক মানুষ আবেদনের চেষ্টা করায় আজ সোমবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের (এনএইচএস) ওয়েবসাইট ক্রাশড হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। 
 
প্রসঙ্গত, চীনের উহানে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ডিসেম্বর। ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সময়ের সঙ্গে ভাইরাসটি রূপ বদলে আলফা, বিটা, গামা, ডেলটার মতো বহু ধরন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংক্রমণের মাত্রায় ও তৃতীয় ঢেউ শেষ হয়ে ওমিক্রনের প্রভাবে চতুর্থ ঢেউয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত