Ajker Patrika

কিয়েভের কাছে ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে, দাবি ইউক্রেনের

কিয়েভের কাছে ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’ 

এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’ 

সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ 

দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’ 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’ 

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’ 

গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত