ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’
এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’
সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’
গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’
এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’
সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’
গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।
ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁর বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় আরেক যাত্রী তাঁকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৪ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে