পৃথিবীর অন্যতম ধনাঢ্য নারী ছিলেন অস্ট্রিয়ার হেইডি হোর্টেন। তাঁর সংগ্রহে ছিল বিলাসবহুল ও বহুমূল্য কয়েকশত রত্নালংকার। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিলামে ওঠে প্রয়াত হোর্টেনের সংগ্রহে থাকা যাবতীয় গয়নার। নিলামে যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ডলার। ব্যক্তিগত সম্পত্তির নিলামে যা বিশ্ব রেকর্ড।
হেইডি যেমন ধনকুবের ব্যবসায়ী ছিলেন, তেমনই ছিলেন শিল্প সংগ্রাহক। সোনা, হিরা, মণি, মুক্তার তৈরি গয়না সংগ্রহে রাখতেন তিনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন দাবি করেছিল, হেইডি হোর্টেনের সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি ডলার। এর মধ্যে প্রয়াত প্রথম স্বামী হেলমুট হোর্টেনের থেকেই ১০০ কোটি ডলারের মালিক হয়েছিলেন তিনি। ২০২২ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় হেইডির।
সম্প্রতি হেইডি হোর্টেনের সংগ্রহ থেকে বেশ কিছু বহুমূল্য গয়না নিলামে তোলা হয়। যার মধ্যে রয়েছে সোনা ও হিরার তৈরি নেকলেস, কানের দুল ব্রেসলেট, টিয়ারা এবং অন্য গয়না। সব মিলিয়ে নিলামে তোলা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলার মূল্যের অলংকার, যা টাকার অঙ্কে ১ হাজার ৬১৫ কোটিরও বেশি।
নিলাম বিশেষজ্ঞদের মতে এটিই ব্যক্তিগত সম্পত্তির হিসাবে সবচেয়ে বড় নিলাম। কয়েক দফায় এই নিলাম সম্পন্ন হয়েছে, আবারও অনলাইনে নিলাম হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১১ সালে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের রেকর্ড মূল্যের গয়না নিলামে উঠেছিল। যার মোট অর্থমূল্য ছিল ১১ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে হেইডি হোর্টেনের রত্নালংকার নিয়ে আছে বিতর্কও। সমালোচকদের মতে, স্বামী হেলমুট হোর্টেনের মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন হেইডি। এই হেলমুট আসলে নাৎসি অত্যাচারে শহর ছেড়ে পালানো ইহুদিদের সম্পত্তি কিনেছিলেন বেশ কম দামে। মূলত ইহুদিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে ধনকুবের হয়ে ওঠেন হোর্টেন।
পৃথিবীর অন্যতম ধনাঢ্য নারী ছিলেন অস্ট্রিয়ার হেইডি হোর্টেন। তাঁর সংগ্রহে ছিল বিলাসবহুল ও বহুমূল্য কয়েকশত রত্নালংকার। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিলামে ওঠে প্রয়াত হোর্টেনের সংগ্রহে থাকা যাবতীয় গয়নার। নিলামে যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ডলার। ব্যক্তিগত সম্পত্তির নিলামে যা বিশ্ব রেকর্ড।
হেইডি যেমন ধনকুবের ব্যবসায়ী ছিলেন, তেমনই ছিলেন শিল্প সংগ্রাহক। সোনা, হিরা, মণি, মুক্তার তৈরি গয়না সংগ্রহে রাখতেন তিনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন দাবি করেছিল, হেইডি হোর্টেনের সম্পত্তির মোট মূল্য ৩০০ কোটি ডলার। এর মধ্যে প্রয়াত প্রথম স্বামী হেলমুট হোর্টেনের থেকেই ১০০ কোটি ডলারের মালিক হয়েছিলেন তিনি। ২০২২ সালে ৮১ বছর বয়সে মৃত্যু হয় হেইডির।
সম্প্রতি হেইডি হোর্টেনের সংগ্রহ থেকে বেশ কিছু বহুমূল্য গয়না নিলামে তোলা হয়। যার মধ্যে রয়েছে সোনা ও হিরার তৈরি নেকলেস, কানের দুল ব্রেসলেট, টিয়ারা এবং অন্য গয়না। সব মিলিয়ে নিলামে তোলা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডলার মূল্যের অলংকার, যা টাকার অঙ্কে ১ হাজার ৬১৫ কোটিরও বেশি।
নিলাম বিশেষজ্ঞদের মতে এটিই ব্যক্তিগত সম্পত্তির হিসাবে সবচেয়ে বড় নিলাম। কয়েক দফায় এই নিলাম সম্পন্ন হয়েছে, আবারও অনলাইনে নিলাম হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১১ সালে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের রেকর্ড মূল্যের গয়না নিলামে উঠেছিল। যার মোট অর্থমূল্য ছিল ১১ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে হেইডি হোর্টেনের রত্নালংকার নিয়ে আছে বিতর্কও। সমালোচকদের মতে, স্বামী হেলমুট হোর্টেনের মৃত্যুর পর বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন হেইডি। এই হেলমুট আসলে নাৎসি অত্যাচারে শহর ছেড়ে পালানো ইহুদিদের সম্পত্তি কিনেছিলেন বেশ কম দামে। মূলত ইহুদিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সাধারণ ব্যবসায়ী থেকে ধনকুবের হয়ে ওঠেন হোর্টেন।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৯ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
১০ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১২ ঘণ্টা আগে