Ajker Patrika

রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ জন নিহত, ঐতিহাসিক গির্জা বিধ্বস্ত

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮: ২৪
রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ জন নিহত, ঐতিহাসিক গির্জা বিধ্বস্ত

ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন। এ ছাড়া ওদেসায় রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি ‘ঐতিহাসিক’ গির্জাও বিধ্বস্ত হয়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাতে রুশ হামলায় ওদেসার একটি এলাকায় অন্তত দুজন নিহত হয়। আহত হয় আরও ২২ জন। আহতদের মধ্যে চারটিই শিশু। 

ইউক্রেনের পুলিশ জেনারেল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো তাঁর টেলিগ্রাম চ্যানেলে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রুশ হামলায় ১৯৭৪ সালে জন্ম নেওয়া এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ক্লিমেঙ্কো বলেছেন, ‘রুশ হামলায় আরও অন্তত ২২ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে চারটিই শিশু। তাদের বয়স যথাক্রমে ১১, ১২, ১৭ এবং মাত্র ২ বছর।’ 
 
এদিকে, একই দিনে পৃথক রুশ হামলায় ইউনেসকো স্বীকৃত একটি অর্থোডক্স গির্জা বিধ্বস্ত হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, গির্জা ধ্বংসের বিষয়টি যুদ্ধাপরাধের শামিল। 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘ইউনেসকো ঘোষিত সুরক্ষিত ওদেসার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক ট্রান্সফিগারেশন গির্জাটি ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যা কিয়েভ কখনোই ভুলবে না এবং ক্ষমা করবে না।’ 

এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেলসেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। 

এ অঞ্চলে নিযুক্ত মস্কোর গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলার জেরে চারপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসরত বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুতে সংক্ষিপ্তভাবে সড়ক যান চলাচল স্থগিতও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত