Ajker Patrika

ইউক্রেনের প্রায় ১৩ হাজার সৈন্য মারা গেছে যুদ্ধে: কিয়েভ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১: ১১
ইউক্রেনের প্রায় ১৩ হাজার সৈন্য মারা গেছে যুদ্ধে: কিয়েভ

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পদোলিয়াক জানিয়েছেন, যুদ্ধে ইউক্রেনের ১০ থেকে ১৩ হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে দেশটির সৈনিকদের হতাহতের পরিসংখ্যান দেওয়ার এ ঘটনা বিরল। পদোলিয়াক এই মন্তব্য করলেও দেশটির সামরিক বাহিনী বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এর আগে গত জুনেও তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈনিক মারা গেছে। 

ইউক্রেনীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল ২৪-এর সঙ্গে আলাপকালে পদোলিয়াক বলেছেন, ‘কিয়েভ নিহতদের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে। আমাদের জেনারেল স্টাফের অফিশিয়াল মূল্যায়ন আছে, কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের মূল্যায়ন আছে। সেগুলো থেকে আমরা জানতে পেরেছি এই যুদ্ধে ১০ থেকে ১৩ হাজার সেনা নিহত হয়েছে।’ 

নিজেদের নিহত সেনার সংখ্যার পাশাপাশি পোদোলিয়াক আরও বলেছেন, ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ রুশ সৈন্য নিহত এবং আরও ১ থেকে দেড় লাখ আহত কিংবা নিখোঁজ হয়েছে। তবে বিবিসি রাশিয়ার তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে সব মিলিয়ে কমপক্ষে ৯ হাজার ৩১১ জন রুশ সৈন্য নিহত হয়েছে। 

পদোলিয়াক বলেছেন, ‘নিহত বেসামরিক মানুষের সংখ্যা আরও বেশ হতে পারে।’ এর আগে বিবিসি জুনের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছে। 

এর আগে গত নভেম্বরে মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১ লাখ রাশিয়ান ও ১ লাখ ইউক্রেনীয় সৈন্য নিহত এবং আহত হয়েছে। এ ছাড়া, গত বুধবার এক ভিডিও ভাষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রধান উরসুলা ভ্যান ডার লেইন মন্তব্য করেছিলেন, যুদ্ধে ইউক্রেনের ১ লাখ সৈন্য নিহত হয়েছে। পরে অবশ্য ইইউ কমিশনের এক মুখপাত্র স্পষ্ট করে বলেন, এই মন্তব্য ভুল ছিল। এই সংখ্যার মধ্যে নিহত ও আহত উভয় ধরনের সৈন্যের উল্লেখ ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত