Ajker Patrika

গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ শতাধিক

আপডেট : ১৭ জুন ২০২৩, ১০: ১৮
গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ শতাধিক

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের অধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। নিখোঁজদের মধ্য অসংখ্য নারী-শিশু রয়েছে। গত বুধবারের এই দুর্ঘটনায় ৭৮ জনের লাশ পাওয়া যায় বলে জানান জাতিসংঘের হিউম্যান রাইটসের মুখপাত্র জেরেমি লরেন্স।

এ বিষয়ে গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাডুবির কারণ জানতে বাস্তব তথ্য ও প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত করা হবে।’

 ৭৫০ লোক বহনকারী মাছ ধরার নৌকাটি দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়ায় গ্রিসের কোস্টগার্ড ঘটনার তদন্ত করছে। ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে দুজন বলেন, জনাকীর্ণ নৌকাটি প্রথমে এদিক-ওদিক দুলছিল। এরপর নৌকাটি ডুবে যায়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, প্রাণহানি ঠেকাতে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে।

গ্রিস সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস গতকাল শুক্রবার নিশ্চিত বলেছেন, গ্রিসের কোস্টগার্ড দড়ি দিয়ে নৌকাটি উপকূলের কাছে টানার চেষ্টা করেছিল। সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তারা সাহায্য দরকার নেই জানিয়ে ইতালির দিকে চলে গেছে।

হেলেনিক রেডক্রসের স্বেচ্ছাসেবী ও চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বিবিসিকে বলেছেন, ‘এখন বেঁচে থাকাদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সব নারী-শিশুকে ডেকের নিচে রাখা হয়েছিল। নৌকাটি দ্রুত ডুবে যাওয়ার কারণে তারা সময়মতো বের হতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার আগে অন্তত দুই দিন ধরে সাগরের পানি পান করছিলেন যাত্রীরা।’

এদিকে নিখোঁজ কয়েকজনের পরিবার তাদের প্রিয়জনের খোঁজে গ্রিসের কালামাতায় এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা আফতাব একজন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে তাঁর অন্তত চারজন আত্মীয় ওই নৌকায় ছিলেন। কিন্তু এখন তাদের কোনো খোঁজ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত