Ajker Patrika

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

ইউক্রেনে রুশ হামলায় সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া বিষয়ক জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেছিল ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ। ভোটদানে বিরত ছিল চীনসহ ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। বিপক্ষে ভোট দেওয়া দেশ পাঁচটি হচ্ছে—রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। 

জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে। 

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি পাস হলেও তা মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও গত ২ মার্চ ইউক্রেনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। তখন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। সেই প্রস্তাবে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। 

গতকালের অধিবেশনে ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তবে সে প্রস্তাব গৃহীত হয়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। গতকাল ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাস পূর্তি হয়েছে। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত