ডিজিটাল পেমেন্ট বা কাগুজে মুদ্রার ব্যবহার ছাড়াই লেনদেন ব্যবস্থার জন্য অগ্রগামী ছিল নর্ডিক দেশগুলো। কিন্তু এখন এই দেশগুলোতে ইলেকট্রনিক ব্যাংকিং জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিষয়ে সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে—২০১৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের এক সাবেক ডেপুটি গভর্নর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালের মধ্যে দেশটি থেকে সম্ভবত সম্পূর্ণভাবে কাগুজে নাই হয়ে যাবে।
সাত বছর পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকটাই সত্যি হয়েছে। দেশটিতে মাত্র ১০ শতাংশ লেনদেন এখন নগদে হয়। বর্তমানে কার্ড হলো দেশটির সবচেয়ে প্রচলিত পেমেন্ট পদ্ধতি। এরপরই রয়েছে মোবাইল পেমেন্ট ব্যবস্থা।
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক পেমেন্ট প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, জিডিপির শতাংশ হিসেবে সুইডেন ও নরওয়েতে পৃথিবীর সবচেয়ে কম নগদ প্রচলিত রয়েছে।
কিন্তু এই পরিস্থিতি হঠাৎ করেই এবার উল্টো মোড় নিতে শুরু করেছে। এর পেছনে কয়েকটি বড় কারণও রয়েছে। ইউরোপে যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তা এবং রাশিয়ার হাইব্রিড হামলার আশঙ্কা এখন দেশটিতে দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আবারও নগদ অর্থের ব্যবহার বাড়তে শুরু করেছে দেশটিতে।
গার্ডিয়ান জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সুইডিশ কর্তৃপক্ষই নাগরিকদের নগদ অর্থ রাখার এবং ব্যবহারের জন্য উৎসাহিত করছে। এটিকে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিটি বাড়িতে একটি নির্দেশিকা পাঠায়, যার শিরোনাম ছিল—যদি সংকট বা যুদ্ধ আসে।
ওই নির্দেশিকায় জনগণকে নিয়মিত নগদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং কমপক্ষে এক সপ্তাহের প্রয়োজনীয় নগদ অর্থ বিভিন্ন মূল্যের নোট আকারে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নগদ না থাকার কারণে কেউ যেন সংকটে না পড়ে তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
গত ডিসেম্বরে সুইডিশ সরকার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নগদ গ্রহণ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক এই সুপারিশ বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।
এদিকে সুইডেন একমাত্র নর্ডিক দেশ নয়, যারা নগদহীন সমাজ গঠনের পরিকল্পনা থেকে সরে আসছে। নরওয়েতেও নগদ লেনদেন নিয়ে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর নরওয়ে এমন একটি আইন প্রণয়ন করেছে, যার মাধ্যমে খুচরা বিক্রেতাদের নগদ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তাঁরা জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে পারেন।
নরওয়ের সরকার নাগরিকদের পরামর্শ দিয়েছে—সাইবার আক্রমণের ঝুঁকির কারণে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দুর্বলতা বিবেচনা করে কিছু নগদ সংরক্ষণ করা জরুরি।
নরওয়ের সাবেক বিচার ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী এমিলি মেহল স্পষ্ট করে বলেছেন, ‘যদি কেউ নগদ ব্যবহার না করে এবং কেউ নগদ গ্রহণ না করে, তাহলে সংকটের সময় নগদ আর কার্যকর বিকল্প হিসেবে থাকবে না।’
ডিজিটাল পেমেন্ট বা কাগুজে মুদ্রার ব্যবহার ছাড়াই লেনদেন ব্যবস্থার জন্য অগ্রগামী ছিল নর্ডিক দেশগুলো। কিন্তু এখন এই দেশগুলোতে ইলেকট্রনিক ব্যাংকিং জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিষয়ে সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে—২০১৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের এক সাবেক ডেপুটি গভর্নর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালের মধ্যে দেশটি থেকে সম্ভবত সম্পূর্ণভাবে কাগুজে নাই হয়ে যাবে।
সাত বছর পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকটাই সত্যি হয়েছে। দেশটিতে মাত্র ১০ শতাংশ লেনদেন এখন নগদে হয়। বর্তমানে কার্ড হলো দেশটির সবচেয়ে প্রচলিত পেমেন্ট পদ্ধতি। এরপরই রয়েছে মোবাইল পেমেন্ট ব্যবস্থা।
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক পেমেন্ট প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, জিডিপির শতাংশ হিসেবে সুইডেন ও নরওয়েতে পৃথিবীর সবচেয়ে কম নগদ প্রচলিত রয়েছে।
কিন্তু এই পরিস্থিতি হঠাৎ করেই এবার উল্টো মোড় নিতে শুরু করেছে। এর পেছনে কয়েকটি বড় কারণও রয়েছে। ইউরোপে যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তা এবং রাশিয়ার হাইব্রিড হামলার আশঙ্কা এখন দেশটিতে দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আবারও নগদ অর্থের ব্যবহার বাড়তে শুরু করেছে দেশটিতে।
গার্ডিয়ান জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সুইডিশ কর্তৃপক্ষই নাগরিকদের নগদ অর্থ রাখার এবং ব্যবহারের জন্য উৎসাহিত করছে। এটিকে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিটি বাড়িতে একটি নির্দেশিকা পাঠায়, যার শিরোনাম ছিল—যদি সংকট বা যুদ্ধ আসে।
ওই নির্দেশিকায় জনগণকে নিয়মিত নগদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং কমপক্ষে এক সপ্তাহের প্রয়োজনীয় নগদ অর্থ বিভিন্ন মূল্যের নোট আকারে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নগদ না থাকার কারণে কেউ যেন সংকটে না পড়ে তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
গত ডিসেম্বরে সুইডিশ সরকার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নগদ গ্রহণ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক এই সুপারিশ বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।
এদিকে সুইডেন একমাত্র নর্ডিক দেশ নয়, যারা নগদহীন সমাজ গঠনের পরিকল্পনা থেকে সরে আসছে। নরওয়েতেও নগদ লেনদেন নিয়ে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর নরওয়ে এমন একটি আইন প্রণয়ন করেছে, যার মাধ্যমে খুচরা বিক্রেতাদের নগদ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তাঁরা জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে পারেন।
নরওয়ের সরকার নাগরিকদের পরামর্শ দিয়েছে—সাইবার আক্রমণের ঝুঁকির কারণে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দুর্বলতা বিবেচনা করে কিছু নগদ সংরক্ষণ করা জরুরি।
নরওয়ের সাবেক বিচার ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী এমিলি মেহল স্পষ্ট করে বলেছেন, ‘যদি কেউ নগদ ব্যবহার না করে এবং কেউ নগদ গ্রহণ না করে, তাহলে সংকটের সময় নগদ আর কার্যকর বিকল্প হিসেবে থাকবে না।’
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপটোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১ তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণ চেষ্টা চালিয়েছিল।
৪১ মিনিট আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে