Ajker Patrika

লকডাউনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টি নিয়ে তদন্তে নামছে পুলিশ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭: ১৯
Thumbnail image

করোনাভাইরাসের সংক্রমণরোধে জারি করা লকডাউনে যুক্তরাজ্যের ১০ নং ডাউন স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া পার্টিগুলোর বিষয়ে তদন্তে নামছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।   

ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক জানান,  গত দুই বছরে ১০ নং ডাউন স্ট্রিট ও হোয়াইটহলে করোনাবিধি  লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। 

তিনি বলেন, ভয় বা পক্ষপাত ছাড়াই পুলিশ এই তদন্ত করবে ও গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানাবে। 

২০২০ সালে ব্রিটেনে যখন কঠোর লকডাউন চলছিল সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসা ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে একাধিক মদের পার্টি হয়। এ নিয়ে এরইমধ্যে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই বিতর্কের মধ্যেই যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সম্প্রতি প্রকাশ করা একটি প্রতিবেদনে বলা হয়, শুধু মদ পার্টি নয় ২০২০ সালের জুন মাসে জনসন জন্মদিনের পার্টি করেছিলেন ১০ নং ডাউন স্ট্রিটে। সেখানে ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত