অনলাইন ডেস্ক
লকডাউন অমান্য করে নিজ সরকারি বাসভবনে পার্টি আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু প্রধানমন্ত্রীর এই ক্ষমা চাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অনেকে বরিস জনসনের ক্ষমা চাওয়াকে অপমানজনক বলেছেন। তিনি লকডাউন দিয়ে তিনিই মানেনি। এতে ক্ষুব্ধ জন সাধারণ। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী রাজনৈতিক দল।
বরিস জনসনের লকডাউনে পার্টির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। বিবিসির প্রতিবেদনে বেশ কয়েকটি প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।
সালেহা আহসান। পেশায় একজন চিকিৎসক। তিনি বলেছেন, ‘লকডাউনে ডাউনিং স্ট্রিটে গার্ডেন ড্রিংস নিয়ে বরিস জনসনের ক্ষমাপ্রার্থনা অপমানজনক।’
ডা. সালেহা সেই সময় স্মরণ করে বলেন, যখন জনসন পার্টি করছিলেন তখন আমরা পিপিই পরে কাজ করছিলাম। এই গরমে আমি ঘামছিলাম।
সালেহা আহসান বলেন, মহামারিতে আমি আমার বাবাকে হারিয়েছি। প্রধানমন্ত্রী যা করেছেন সেটা অসহনীয়। সরকার প্রধানের এমন আচরণ স্বাস্থ্যসেবা কর্মীরা অপমানিত বোধ করছে।
টনি কেন্ট নামের একজন বলেছেন, সেই সময় আমার মা মারা যায়। কিন্তু আমার ভাইকে আমি জানাতে পারিনি।
টনি জানিয়েছে, তার ভাই ডাউনস সিন্ড্রোমে আক্রান্ত। একটি কেয়ার হোমে থাকেন। তাকে অনলাইনের মাধ্যমে খবর জানানো হয়েছিল।
টনি বলেন, কত হৃদয়বিদারক ঘটনা এটা কল্পনা করা যায় না। যেখানে মায়ের সঙ্গে সে প্রতিদিন কথা বলত সেখানে মায়ের মৃত্যুর খবর জানাতে পারিনি সঠিক সময়ে।
যারা পার্টি করছিল তারাই বলেছিলেন আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারব না। তাই আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারিনি।
জেমি ব্রিফেট নামের একজন জানিয়েছেন, তখন তাঁর শাশুড়ি একা থাকার কারণে মারা যান। তাঁর শেষ যাত্রায় মাত্র নয়জন একত্র হতে পেরেছিল।
ব্রিফেট জানান, আমার স্ত্রী এখনও অনুশোচনায় ভোগেন যে তাঁর মায়ের সঙ্গে শেষ কয়েকটা দিন কাটাতে পারেনি। কারণ সরকার থেকে নিষেধাজ্ঞা ছিল।
ব্রিফেট বলেন, আমার কাছে প্রধানমন্ত্রীর এমন কাজ দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়। এটা একেবারে অগ্রহণযোগ্য।
লকডাউন অমান্য করে নিজ সরকারি বাসভবনে পার্টি আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু প্রধানমন্ত্রীর এই ক্ষমা চাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অনেকে বরিস জনসনের ক্ষমা চাওয়াকে অপমানজনক বলেছেন। তিনি লকডাউন দিয়ে তিনিই মানেনি। এতে ক্ষুব্ধ জন সাধারণ। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী রাজনৈতিক দল।
বরিস জনসনের লকডাউনে পার্টির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। বিবিসির প্রতিবেদনে বেশ কয়েকটি প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।
সালেহা আহসান। পেশায় একজন চিকিৎসক। তিনি বলেছেন, ‘লকডাউনে ডাউনিং স্ট্রিটে গার্ডেন ড্রিংস নিয়ে বরিস জনসনের ক্ষমাপ্রার্থনা অপমানজনক।’
ডা. সালেহা সেই সময় স্মরণ করে বলেন, যখন জনসন পার্টি করছিলেন তখন আমরা পিপিই পরে কাজ করছিলাম। এই গরমে আমি ঘামছিলাম।
সালেহা আহসান বলেন, মহামারিতে আমি আমার বাবাকে হারিয়েছি। প্রধানমন্ত্রী যা করেছেন সেটা অসহনীয়। সরকার প্রধানের এমন আচরণ স্বাস্থ্যসেবা কর্মীরা অপমানিত বোধ করছে।
টনি কেন্ট নামের একজন বলেছেন, সেই সময় আমার মা মারা যায়। কিন্তু আমার ভাইকে আমি জানাতে পারিনি।
টনি জানিয়েছে, তার ভাই ডাউনস সিন্ড্রোমে আক্রান্ত। একটি কেয়ার হোমে থাকেন। তাকে অনলাইনের মাধ্যমে খবর জানানো হয়েছিল।
টনি বলেন, কত হৃদয়বিদারক ঘটনা এটা কল্পনা করা যায় না। যেখানে মায়ের সঙ্গে সে প্রতিদিন কথা বলত সেখানে মায়ের মৃত্যুর খবর জানাতে পারিনি সঠিক সময়ে।
যারা পার্টি করছিল তারাই বলেছিলেন আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারব না। তাই আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারিনি।
জেমি ব্রিফেট নামের একজন জানিয়েছেন, তখন তাঁর শাশুড়ি একা থাকার কারণে মারা যান। তাঁর শেষ যাত্রায় মাত্র নয়জন একত্র হতে পেরেছিল।
ব্রিফেট জানান, আমার স্ত্রী এখনও অনুশোচনায় ভোগেন যে তাঁর মায়ের সঙ্গে শেষ কয়েকটা দিন কাটাতে পারেনি। কারণ সরকার থেকে নিষেধাজ্ঞা ছিল।
ব্রিফেট বলেন, আমার কাছে প্রধানমন্ত্রীর এমন কাজ দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়। এটা একেবারে অগ্রহণযোগ্য।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে