Ajker Patrika

ভেরোনেজ হাইওয়েতে ওয়াগনার গ্রুপের ওপর রুশ সেনাদের হামলা

আপডেট : ২৪ জুন ২০২৩, ২৩: ৩৯
ভেরোনেজ হাইওয়েতে ওয়াগনার গ্রুপের ওপর রুশ সেনাদের হামলা

রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাত করার হুমকি দিয়েছে একসময় দেশটির ভাড়াটে হিসেবে কাজ করা ওয়াগনার গ্রুপ। এ ক্ষেত্রে তাদের সামনে যা বাধা হবে তা-ই ধ্বংস করে দেওয়া হুমকি দিয়েছেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। গতকাল শুক্রবার তাঁর নেতৃত্বেই রাশিয়ার ভেরোনেজ শহরে ঢুকে পড়েছেন প্রায় ২৫ হাজার অনুগত সেনা।

রুশ প্রেসিডেন্ট পুতিন এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ এবং পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন। তিনি যে কোনো মূল্যে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। 

এ অবস্থায় আজ শনিবার ভেরোনেজ শহরের বাইরে এম-ফোর হাইওয়েতে ওয়াগনার গ্রুপের একটি বহরে হেলিকপ্টার দিয়ে হামলা করেছে রুশ আর্মিরা। 

টুইটারে এ-সংক্রান্ত কিছু ভিডিওচিত্রে দেখা গেছে, হাইওয়েতে ওয়াগনার গ্রুপের সারিবদ্ধ বাহনগুলোকে লক্ষ্য করে রুশ সেনা হেলিকপ্টার থেকে গুলি করছেন এবং দু-একটি যান লক্ষ্য করে ভারী বিস্ফোরকও নিক্ষেপ করা হয়। ভিডিওতে ওয়াগনার গ্রুপের একটি বাহন বিস্ফোরিত হতেও দেখা গেছে। 

এর আগে কিছুক্ষণ আগেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে জানিয়েছিলেন, একটি তেলের ডিপোতে জ্বলন্ত জ্বালানি ট্যাংক নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো। শতাধিক ফায়ার সার্ভিসকর্মী এবং ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

আজ দিনের শুরুর ভাগে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, ওয়াগনার গ্রুপ ভেরোনেজ শহরের সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই তথ্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভেরোনেজ শহরটি মাত্র ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত