রাশিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধ্বংসাবশেষের ছবি থেকে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত যে, ইউক্রেনে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গাইডেড অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের টুকরো সেই ধ্বংসাবশেষে রয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড থেকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল।’
বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়ারশ। এর পরপরই দেশটি ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই বিষয়ে জরুরি আলোচনায় বলেছিলেন।
এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুদিভাইন দেদোন্দার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে, এই হামলা সম্ভবত ইউক্রেনের বিমান বিধ্বংসী ব্যবস্থার আক্রমণের ফলাফল যা রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল।
এর আগে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওদোতে এ হামলার ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক এক সরকারি কমিটির জরুরি বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধ্বংসাবশেষের ছবি থেকে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত যে, ইউক্রেনে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গাইডেড অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের টুকরো সেই ধ্বংসাবশেষে রয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড থেকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল।’
বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়ারশ। এর পরপরই দেশটি ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই বিষয়ে জরুরি আলোচনায় বলেছিলেন।
এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুদিভাইন দেদোন্দার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে, এই হামলা সম্ভবত ইউক্রেনের বিমান বিধ্বংসী ব্যবস্থার আক্রমণের ফলাফল যা রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল।
এর আগে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওদোতে এ হামলার ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক এক সরকারি কমিটির জরুরি বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
২৭ মিনিট আগেহাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড।
২ ঘণ্টা আগেকেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন-বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আইয়ের গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্টে। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
৩ ঘণ্টা আগে