Ajker Patrika

বার্লিনের রাস্তায় ঘুরছে সিংহী, আটক করতে চলছে তল্লাশি

ডয়েচে ভেলে
বার্লিনের রাস্তায় ঘুরছে সিংহী, আটক করতে চলছে তল্লাশি

জার্মানির রাজধানী বার্লিনের পটসডামে একটি সিংহীকে ঘুরতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সিংহীটিকে ঘুরতে দেখা গেলেও আজ শুক্রবার পর্যন্ত সেটিকে আটক করার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা এড়াতে পটসডাম এবং এর আশপাশের নাগরিকদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। 

বার্লিন প্রশাসন জানিয়েছে, বার্লিনের দক্ষিণে পটসডাম অঞ্চলে বৃহস্পতিবার একটি সিংহী দেখা গেছে সিংহীটি খোলা রাস্তায় ঘুরছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেটি বাইরে এল তা এখনো স্পষ্ট নয়। খবরটি জানার পরেই ওই অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, পুলিশ, দমকল এবং বন দপ্তরের কর্মীরা ওই অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। বিশেষ করে পার্ক এবং জঙ্গল অঞ্চলগুলি খুঁজে দেখা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত সিংহীটিকে ধরা যায়নি।

বার্লিন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সব মিলিয়ে ২২০ জন অফিসার সিংহীটির খোঁজে তল্লাশি চালাচ্ছেন। একটি পৌরসভার পেছনের পার্কে সিংহীটিকে শেষবার দেখা গিয়েছিল। বার্লিন লাগোয়া ওই অঞ্চলে প্রতিটি ইঞ্চিতে তল্লাশি চলছে। রাতে নাইট ভিশন গগল্স লাগিয়েও তল্লাশি চালানো হয়েছে।

কোথা থেকে এল সিংহী

যেখানে সিংহীটি দেখা গেছে তার আশপাশে কোনো জঙ্গল নেই। প্রশাসনের ধারণা, তিনটি জায়গা থেকে সিংহীটি আসতে পারে। চিড়িয়াখানা, সার্কাস অথবা কারও বাড়ি। সাধারণত কোনো বাড়িতে সিংহের মতো হিংস্র প্রাণী রাখতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তবে বিশেষ অনুমতি নিয়ে কেউ রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তেমনই কোনো বাড়ি থেকে সিংহীটি বেরিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ এ বিষয়ে কোনো তথ্য প্রশাসনকে দেয়নি।

বাড়িতে বাঘ-সিংহের মতো প্রাণী রাখার জন্য বিশেষ সার্টিফিকেট প্রয়োজন হয়। সার্টিফিকেট দেখাতে না পারলে কড়া শাস্তি হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে মালিক নয়, সিংহীটিকে খুঁজে বার করতেই বেশি তৎপর প্রশাসন। কারণ, প্রাণীটি উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিকদের স্বাভাবিক চলাফেরা করতে দেওয়া যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত