Ajker Patrika

যুক্তরাজ্যের নটিংহামে হামলায় নিহত ৩, আটক ১  

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮: ০৩
যুক্তরাজ্যের নটিংহামে হামলায় নিহত ৩, আটক ১  

যুক্তরাজ্যের নটিংহাম সিটি সেন্টারে তিন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। 

নটিংহাম পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইলকেসটন রোড থেকে ফোন আসে। সেখানে গিয়ে দুজনের মরদেহ পাওয়া যায়। এরপর আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে তিন পথচারীর ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। আহত ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কিছু পর মাগডালা রোডে আরও একজনের লাশ পাওয়া গেছে। 

শহরের বড় এক অংশ ঘিরে রেখেছে পুলিশ। বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম ও বাস সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে জনসাধারণকে ধৈর্য ধরতে বলেছে। 

নটিংহামের চিফ কনস্টেবল কেট মেয়নেল বলেছেন, ‘এটি ভয়ানক ও মর্মান্তিক দুর্ঘটনা। তিনটি মানুষের প্রাণ কেড়েছে। আমরা ধারণা করছি, তিনটি ঘটনার সূত্র একই। ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত কেবলই শুরু হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ সময় শহরের বেশ কিছু সড়ক বন্ধ থাকবে।’ 

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি ঘটনার সর্বশেষ খবর রাখছি। যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’ 

নটিংহাম উত্তরের পার্লামেন্ট সদস্য অ্যালেক্স নরিস এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ প্রাতকালেই নগরবাসীকে এমন একটি ভয়ানক খবর দেখতে হলো। আমরা সবাই হতাহতদের পাশে রয়েছি। আর যারা দ্রুত অভিযানে নেমেছে তাদেরও ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত