যুক্তরাজ্যের নটিংহাম সিটি সেন্টারে তিন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
নটিংহাম পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইলকেসটন রোড থেকে ফোন আসে। সেখানে গিয়ে দুজনের মরদেহ পাওয়া যায়। এরপর আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে তিন পথচারীর ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। আহত ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কিছু পর মাগডালা রোডে আরও একজনের লাশ পাওয়া গেছে।
শহরের বড় এক অংশ ঘিরে রেখেছে পুলিশ। বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম ও বাস সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে জনসাধারণকে ধৈর্য ধরতে বলেছে।
নটিংহামের চিফ কনস্টেবল কেট মেয়নেল বলেছেন, ‘এটি ভয়ানক ও মর্মান্তিক দুর্ঘটনা। তিনটি মানুষের প্রাণ কেড়েছে। আমরা ধারণা করছি, তিনটি ঘটনার সূত্র একই। ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত কেবলই শুরু হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ সময় শহরের বেশ কিছু সড়ক বন্ধ থাকবে।’
প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি ঘটনার সর্বশেষ খবর রাখছি। যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’
নটিংহাম উত্তরের পার্লামেন্ট সদস্য অ্যালেক্স নরিস এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ প্রাতকালেই নগরবাসীকে এমন একটি ভয়ানক খবর দেখতে হলো। আমরা সবাই হতাহতদের পাশে রয়েছি। আর যারা দ্রুত অভিযানে নেমেছে তাদেরও ধন্যবাদ।’
যুক্তরাজ্যের নটিংহাম সিটি সেন্টারে তিন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
নটিংহাম পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইলকেসটন রোড থেকে ফোন আসে। সেখানে গিয়ে দুজনের মরদেহ পাওয়া যায়। এরপর আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে তিন পথচারীর ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। আহত ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কিছু পর মাগডালা রোডে আরও একজনের লাশ পাওয়া গেছে।
শহরের বড় এক অংশ ঘিরে রেখেছে পুলিশ। বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম ও বাস সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে জনসাধারণকে ধৈর্য ধরতে বলেছে।
নটিংহামের চিফ কনস্টেবল কেট মেয়নেল বলেছেন, ‘এটি ভয়ানক ও মর্মান্তিক দুর্ঘটনা। তিনটি মানুষের প্রাণ কেড়েছে। আমরা ধারণা করছি, তিনটি ঘটনার সূত্র একই। ইতিমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত কেবলই শুরু হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ সময় শহরের বেশ কিছু সড়ক বন্ধ থাকবে।’
প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইমার্জেন্সি সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি ঘটনার সর্বশেষ খবর রাখছি। যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।’
নটিংহাম উত্তরের পার্লামেন্ট সদস্য অ্যালেক্স নরিস এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ প্রাতকালেই নগরবাসীকে এমন একটি ভয়ানক খবর দেখতে হলো। আমরা সবাই হতাহতদের পাশে রয়েছি। আর যারা দ্রুত অভিযানে নেমেছে তাদেরও ধন্যবাদ।’
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে