Ajker Patrika

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন বরিস জনসন

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন বরিস জনসন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২০ সালের জুনে লকডাউনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ায় জরিমানার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাঁর স্ত্রী ক্যারি জনসনকে এবং অর্থমন্ত্রী রিশি সুনাক। এ ঘটনার কারণে তিনজনই ক্ষমা চেয়েছেন। ক্ষমাই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। কিন্তু পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরিস জনসন এবং রিশি সুনাক।

ডাউনিং স্ট্রিটের পার্টিতে অংশ নেওয়ার তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। তিনি এবং অর্থমন্ত্রী রিশি সুনাক এ নিয়ে জনগণকে মিথ্যা বলছেন বলে দাবি করেন বিরোধী দলের নেতারা। 

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ আছে জনসনের বিরুদ্ধে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত