অনলাইন ডেস্ক
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
১৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত প্রথম রাজকীয় গালাপোশাক পরা ছবিতে রীতিমতো চমক দেখিয়েছেন ডেনমার্কের রাজকন্যা ইসাবেলা। এই ছবিতে অপ্রচলিত একটি বিষয় নজরে এসেছে রাজভক্তদের।
বুধবার ডেইলি মেইল জানিয়েছে, রানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
তবে একটি ছবিতে ইসাবেলাকে হাতে মোবাইল ফোন (সম্ভবত একটি আইফোন) নিয়ে হাস্যোজ্জ্বলভাবে পোজ দিতে দেখা গেছে; যা রাজপরিবারের ঐতিহ্যবাহী নিয়মের সঙ্গে খানিকটা ব্যতিক্রম।
এই আধুনিক এবং প্রাণবন্ত ছবি ড্যানিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। একজন মন্তব্য করেন, ‘আমি এই রাজপরিবারকে খুব পছন্দ করি। ইসাবেলা যেন একেবারে সাধারণ কিশোরী, হাতে আইফোন, যেন মা-বাবার তোলা হালকা মুহূর্তের ছবি। শুভ জন্মদিন!’
আরেকজন লিখেছেন, ‘রাজকীয় গালাপোশাক, ঐতিহ্য আর আধুনিক জীবনের চমৎকার মিলন!’
তৃতীয়জন লিখেছেন, ‘সবকিছুই ভালো লেগেছে—দারুণ হাসি, চমৎকার পোশাক, অলংকার, আর সেই সাধারণ কিশোরীর অমূল্য সঙ্গী—একটি আইফোন!’
এই ছবির ক্যাপশনে রাজকন্যা ইসাবেলা তাঁর জন্মদিন উদ্যাপনকে বিশেষ করে তোলার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ছবির পাশাপাশি আরও কিছু আনুষ্ঠানিক রাজকীয় ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবিতে তাঁকে প্রথম টায়রা পরতে দেখা গেছে। জানা গেছে, টারকোয়েজ রঙের এই ‘ডেইজি বানডো’ টায়রাটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর দাদি ও সাবেক রানি দ্বিতীয় মারগ্রেথে।
এই বিশেষ টায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এবং এটি রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১১টি ছোট-বড় ফুলের মতো রত্নখচিত রোসেট। টায়রাটি আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটার ছিল এবং পরে রাজকন্যা ইনগ্রিড সেটি ডেনমার্কে নিয়ে আসেন।
ইসাবেলার গাউনটি ডিজাইন করেছেন উদীয়মান ড্যানিশ ডিজাইনার কারিনা গ্রোনিং। ড্রেসের ওপরেই ছিল অর্ডার অব দ্য এলিফ্যান্টের শোভাযাত্রার চিহ্ন এবং একটি ক্ষুদ্র পোর্ট্রেট। ম্যামথের দাঁতের পাতের ওপর খোদাই করা এই পোর্ট্রেটে জলরঙে আঁকা হয়েছে রাজা ফ্রেডেরিককে। এটি তৈরি করেছেন ব্রিটিশ মিনিয়েচার আর্টিস্ট টম মুলিনার।
রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া বিবরণে লেখা ছিল, আজ থেকে ১৮ বছর আগে জন্ম নিয়েছিলেন রাজকীয় মহিমা রাজকন্যা ইসাবেলা। জন্মদিনটি উদ্যাপিত হলো তাঁর প্রথম রাজকীয় গালা ছবি প্রকাশের মধ্য দিয়ে।
যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় সেনাপ্রধানের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। গতকাল ৬ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টেরিটোরিয়াল আর্মি বিধিমালা, ১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে প্রয়োজন অনুযায়ী নির্দেশ দেওয়ার ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার...
৩ মিনিট আগেআইএমএফ জানায়, সম্প্রসারিত তহবিল সুবিধা (ইএফএফ) ব্যবস্থার অধীনে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রাথমিক পর্যালোচনা শেষ করে তাদের নির্বাহী বোর্ড ১ বিলিয়ন ডলার তৎক্ষণাৎ পাকিস্তানকে দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থার অধীনে অর্থসংকটে থাকা পাকিস্তানের জন্য মোট অর্থছাড়ের পরিমাণ প্রায়...
১ ঘণ্টা আগেভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে, ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনীতি এবং তথ্য ব্যবহার করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়ায়...
৩ ঘণ্টা আগেকোরআনের প্রেক্ষাপটে, এই শব্দটি ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তি বোঝাতে ব্যবহৃত হয়, যারা আল্লাহর পথে লড়াই করছে।
৪ ঘণ্টা আগে