ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ জন সৈন্য নিহত ও ১ হাজার সৈন্য আহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য। দেশটির সংসদে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) ব্রিফিংয়ের বরাতে এ তথ্য জানান এমপি লি সাং-কওয়ান।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদামধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত অক্টোবরে রাশিয়াকে সহায়তা করতে ১০ হাজার সৈন্য পাঠায় উত্তর কোরিয়া। এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের খবর আসল।
গত মঙ্গলবার ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন দিনের লড়াইয়ে তারা ৫০ জন উত্তর কোরীয় সেনাকে হত্যা করেছে এবং আরও ৪৭ জনকে আহত করেছে। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে।
এমপি লি জানান, হতাহতের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। অপরিচিত ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতার অভাব এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করছেন তিনি।
উত্তর কোরিয়ার সৈন্যদের মৃত্যুর খবর নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার হয়ে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার কতজন সৈন্যরা নিহত হয়েছে সেটি এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে কয়েকশ সৈন্য হতাহত হয়েছে বলে ধারণা করছেন তারা।
তবে উল্লেখিত দাবিগুলো যাচাই করতে পারেনি বিবিসি।
উত্তর কোরিয়ার সৈন্যদের পূর্বে যুদ্ধের অভিজ্ঞতা ছিল না। তাঁরা রাশিয়ায় প্রথম কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক হিসেবে ভূমিকা পালনে ব্যস্ত ছিল। হতাহতের ঘটনাগুলো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে। ওই এলাকায় ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।
গোয়েন্দা সংস্থার বরাতে লি সাং-কওয়ান আরও জানান, রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্যদের সম্মুখ সারির আক্রমণে ব্যবহার করছে। অচেনা যুদ্ধক্ষেত্র এবং ড্রোন হামলা মোকাবিলার অভিজ্ঞতা না থাকায় হতাহতের ঘটনা ঘটছে।
দক্ষিণ কোরিয়ার সাংসদ দাবি করেন, এরই মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী অভিযোগ করেছে যে ড্রোন সম্পর্কে জ্ঞানের অভাবে উত্তর কোরিয়ার সৈন্যরা তাদের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈন্য লড়াই করছে। তবে সৈন্য মোতায়েনের এই বিষয়টি রাশিয়া বা উত্তর কোরিয়া—কেউই স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, কোরিয়ার সৈন্যদের ইউক্রেনের ভূখণ্ডে মোতায়েন করা হয়নি।
তবে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দাবি করেছে, রাশিয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অসৎ প্রভাব বিস্তার প্রতিহত করছে উত্তর কোরিয়া।
গেল আগস্টের শুরুতে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে ইউক্রেন সৈন্যরা। রাশিয়ার অন্তত ১ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় তারা।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ জন সৈন্য নিহত ও ১ হাজার সৈন্য আহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার এক সংসদ সদস্য। দেশটির সংসদে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) ব্রিফিংয়ের বরাতে এ তথ্য জানান এমপি লি সাং-কওয়ান।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদামধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত অক্টোবরে রাশিয়াকে সহায়তা করতে ১০ হাজার সৈন্য পাঠায় উত্তর কোরিয়া। এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের খবর আসল।
গত মঙ্গলবার ইউক্রেনের স্পেশাল ফোর্স দাবি করে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন দিনের লড়াইয়ে তারা ৫০ জন উত্তর কোরীয় সেনাকে হত্যা করেছে এবং আরও ৪৭ জনকে আহত করেছে। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে।
এমপি লি জানান, হতাহতের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। অপরিচিত ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতার অভাব এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করছেন তিনি।
উত্তর কোরিয়ার সৈন্যদের মৃত্যুর খবর নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার হয়ে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার কতজন সৈন্যরা নিহত হয়েছে সেটি এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে কয়েকশ সৈন্য হতাহত হয়েছে বলে ধারণা করছেন তারা।
তবে উল্লেখিত দাবিগুলো যাচাই করতে পারেনি বিবিসি।
উত্তর কোরিয়ার সৈন্যদের পূর্বে যুদ্ধের অভিজ্ঞতা ছিল না। তাঁরা রাশিয়ায় প্রথম কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক হিসেবে ভূমিকা পালনে ব্যস্ত ছিল। হতাহতের ঘটনাগুলো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে। ওই এলাকায় ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।
গোয়েন্দা সংস্থার বরাতে লি সাং-কওয়ান আরও জানান, রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্যদের সম্মুখ সারির আক্রমণে ব্যবহার করছে। অচেনা যুদ্ধক্ষেত্র এবং ড্রোন হামলা মোকাবিলার অভিজ্ঞতা না থাকায় হতাহতের ঘটনা ঘটছে।
দক্ষিণ কোরিয়ার সাংসদ দাবি করেন, এরই মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী অভিযোগ করেছে যে ড্রোন সম্পর্কে জ্ঞানের অভাবে উত্তর কোরিয়ার সৈন্যরা তাদের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈন্য লড়াই করছে। তবে সৈন্য মোতায়েনের এই বিষয়টি রাশিয়া বা উত্তর কোরিয়া—কেউই স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, কোরিয়ার সৈন্যদের ইউক্রেনের ভূখণ্ডে মোতায়েন করা হয়নি।
তবে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দাবি করেছে, রাশিয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অসৎ প্রভাব বিস্তার প্রতিহত করছে উত্তর কোরিয়া।
গেল আগস্টের শুরুতে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে ইউক্রেন সৈন্যরা। রাশিয়ার অন্তত ১ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় তারা।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৬ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৬ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৭ ঘণ্টা আগে