Ajker Patrika

সালমোনেলার সংক্রমণ, বন্ধ হলো কিন্ডার চকলেটের কারখানা

সালমোনেলার সংক্রমণ, বন্ধ হলো কিন্ডার চকলেটের কারখানা

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে সালমোনেলার সংক্রমণের কারণে একটি কিন্ডার চকলেট কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এই কারখানা থেকে তৈরি চকলেটের মাধ্যমে সালমোনেলার সংক্রমণ হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 
 
এদিকে ইস্টারের ছুটির আগে কিন্ডার চকলেটের কারখানা বন্ধ হওয়া ইতালিয়ান মিষ্টান্ন জায়ান্ট ফেরেরোর জন্য একটি ধাক্কা। একটি বিবৃতিতে ফেরেরোর পক্ষ থেকে বলা হয়, সালমোনেলা সংক্রমণের ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ওই বিবৃতিতে বেলজিয়ামের দক্ষিণ-পূর্ব শহর আরলনে অবস্থিত কারখানার কার্যক্রম স্থগিত করার কথা স্বীকার করে ফেরেরোর। 

বেলজিয়াম খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এএফএসসিএর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ফেরেরোর দেওয়া তথ্য অসম্পূর্ণ ছিল তাই কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বেলজিয়ামের কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভাল বলেছেন, এমন সিদ্ধান্ত কখনই হালকা পরিস্থিতিতে নেওয়া হয় না।  আমাদের নাগরিকদের খাদ্য নিরাপত্তাকে কখনোই অবহেলা করা যায় না। 

সালমোনেলার ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তিদের ডায়রিয়া, পেটে খিঁচুনি, বমি বমি ভাব, বমি এবং জ্বর হতে পারে। তবে তা কয়েক দিনের মধ্যে সেরে যেতে পারে। 

ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যজুড়ে ৬৩ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এদিকে ফ্রান্স সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জনের মধ্যে সালমোনেলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে যাদের মধ্যে ১৫ জনই কিন্ডারের পণ্য খেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত