অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছে পাঁচজন স্কি অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্ন পর্বতে ওঠার পথে একদল পর্বতারোহী শীর্ষের কাছাকাছি স্থানে কয়েকটি পরিত্যক্ত স্কি বোর্ড দেখে জরুরি সেবা বিভাগকে সতর্ক করেন। এই ঘটনার এক দিন পরই স্কিয়ারদের মরদেহ উদ্ধার করা হলো।
আজ রোববার স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে শৃঙ্গের নিচে অ্যাডলার হিমবাহ এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে। মরদেহগুলো বিভিন্ন উচ্চতায় তুষারধসের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই এলাকাটি সুইস-ইতালিয়ান সীমান্তের কাছে অবস্থিত।
তিনটি মরদেহ এক জায়গায় এবং আরও দুটি মরদেহ একটি সংকীর্ণ তুষারের চাঁইয়ের ওপর কিছুটা উঁচুতে পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধার সেবা প্রতিষ্ঠান এয়ার জারমাট।
বিবিসি জানিয়েছে, তল্লাশির সময় পাঁচ জোড়া স্কি বোর্ডও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন একসঙ্গেই যাত্রা করেছিলেন। তবে এখনো তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের দপ্তর তদন্ত শুরু করেছে।
জারমাট সুইজারল্যান্ডের অন্যতম ব্যয়বহুল আলপাইন রিসোর্ট। এখানে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ধনীদের আনাগোনা লেগেই থাকে। আর রিম্পফিশহর্ন পর্বতাভিযান একটি উন্নতমানের অভিযাত্রা হিসেবে বিবেচিত হয়। জারমাট রিসোর্ট থেকে এটি প্রায় পাঁচ ঘণ্টার পথ।
পর্বতটির চূড়ায় উঠতে বিভিন্ন রুট থাকলেও সব পথেই রাতে একটি উচ্চ পাহাড়ি কুঁড়েঘরে থাকার প্রয়োজন পড়ে। জারমাট থেকে যাওয়ার পথে সাধারণভাবে ব্লাউহার্ড পর্যন্ত ২৫৭০ মিটার উচ্চতায় লিফটে যাওয়া হয়।
এদিকে, গত শুক্রবার রাতে আরেকটি পৃথক ঘটনায় এয়ার জারমাট আরও একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। ফিশারহর্ন পর্বতে চারজন আলপাইন অভিযাত্রী ঘন কুয়াশা ও প্রবল বাতাসে আটকে পড়েছিলেন। প্রথম দফায় আবহাওয়ার কারণে উদ্ধার সম্ভব না হলেও, মধ্যরাতের পর দ্বিতীয় চেষ্টায় চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়।
সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছে পাঁচজন স্কি অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্ন পর্বতে ওঠার পথে একদল পর্বতারোহী শীর্ষের কাছাকাছি স্থানে কয়েকটি পরিত্যক্ত স্কি বোর্ড দেখে জরুরি সেবা বিভাগকে সতর্ক করেন। এই ঘটনার এক দিন পরই স্কিয়ারদের মরদেহ উদ্ধার করা হলো।
আজ রোববার স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে শৃঙ্গের নিচে অ্যাডলার হিমবাহ এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে। মরদেহগুলো বিভিন্ন উচ্চতায় তুষারধসের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই এলাকাটি সুইস-ইতালিয়ান সীমান্তের কাছে অবস্থিত।
তিনটি মরদেহ এক জায়গায় এবং আরও দুটি মরদেহ একটি সংকীর্ণ তুষারের চাঁইয়ের ওপর কিছুটা উঁচুতে পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধার সেবা প্রতিষ্ঠান এয়ার জারমাট।
বিবিসি জানিয়েছে, তল্লাশির সময় পাঁচ জোড়া স্কি বোর্ডও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন একসঙ্গেই যাত্রা করেছিলেন। তবে এখনো তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের দপ্তর তদন্ত শুরু করেছে।
জারমাট সুইজারল্যান্ডের অন্যতম ব্যয়বহুল আলপাইন রিসোর্ট। এখানে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ধনীদের আনাগোনা লেগেই থাকে। আর রিম্পফিশহর্ন পর্বতাভিযান একটি উন্নতমানের অভিযাত্রা হিসেবে বিবেচিত হয়। জারমাট রিসোর্ট থেকে এটি প্রায় পাঁচ ঘণ্টার পথ।
পর্বতটির চূড়ায় উঠতে বিভিন্ন রুট থাকলেও সব পথেই রাতে একটি উচ্চ পাহাড়ি কুঁড়েঘরে থাকার প্রয়োজন পড়ে। জারমাট থেকে যাওয়ার পথে সাধারণভাবে ব্লাউহার্ড পর্যন্ত ২৫৭০ মিটার উচ্চতায় লিফটে যাওয়া হয়।
এদিকে, গত শুক্রবার রাতে আরেকটি পৃথক ঘটনায় এয়ার জারমাট আরও একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। ফিশারহর্ন পর্বতে চারজন আলপাইন অভিযাত্রী ঘন কুয়াশা ও প্রবল বাতাসে আটকে পড়েছিলেন। প্রথম দফায় আবহাওয়ার কারণে উদ্ধার সম্ভব না হলেও, মধ্যরাতের পর দ্বিতীয় চেষ্টায় চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়।
দীর্ঘ ২৩৪ বছর ধরে এক সেন্টের পয়সা বা ‘পেনি’ তৈরি করে আসছে যুক্তরাষ্ট্র সরকার। এবার এই পয়সার উৎপাদন বন্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটি। তবে উৎপাদন বন্ধ করলেও শিগগিরই পয়সার ব্যবহার বাতিল হয়ে যাবে—এমন নয়।
৩ ঘণ্টা আগেভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের চিকেন নেক আছে দুটি। আজ রোববার এক্স মাধ্যমে এই প্রসঙ্গটির উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন হিমন্ত।
৭ ঘণ্টা আগেগাঁজার অবাধ ব্যবহারে লাগাম টানতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে থাইল্যান্ডের সরকার। তিন বছর আগে গাঁজা বৈধ করার পর এবার এ বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুতি।
৮ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় এখন স্টারবাকসের কাপেও রাজনীতি ঢুকে পড়েছে। দেশজুড়ে স্টারবাকসের যেকোনো শাখায় গিয়ে আপনি চাইলে ‘লিঁ জে-মিউং’ বা ‘কিম মুন-সু’ নাম দিয়ে কফি অর্ডার করতে পারবেন না—কারণ এটি এখন নিষিদ্ধ। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে স্টারবাকস ঘোষণা দিয়েছে, তারা নিরপেক্ষতা বজায় রাখতে ছয় প্রেসিডেন্ট
১০ ঘণ্টা আগে