Ajker Patrika

পরিত্যক্ত স্কি বোর্ড দেখে সন্দেহ, সুইজারল্যান্ডে ৫ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছে পাঁচজন স্কি অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্ন পর্বতে ওঠার পথে একদল পর্বতারোহী শীর্ষের কাছাকাছি স্থানে কয়েকটি পরিত্যক্ত স্কি বোর্ড দেখে জরুরি সেবা বিভাগকে সতর্ক করেন। এই ঘটনার এক দিন পরই স্কিয়ারদের মরদেহ উদ্ধার করা হলো।

আজ রোববার স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে শৃঙ্গের নিচে অ্যাডলার হিমবাহ এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে। মরদেহগুলো বিভিন্ন উচ্চতায় তুষারধসের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই এলাকাটি সুইস-ইতালিয়ান সীমান্তের কাছে অবস্থিত।

তিনটি মরদেহ এক জায়গায় এবং আরও দুটি মরদেহ একটি সংকীর্ণ তুষারের চাঁইয়ের ওপর কিছুটা উঁচুতে পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধার সেবা প্রতিষ্ঠান এয়ার জারমাট।

বিবিসি জানিয়েছে, তল্লাশির সময় পাঁচ জোড়া স্কি বোর্ডও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন একসঙ্গেই যাত্রা করেছিলেন। তবে এখনো তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের দপ্তর তদন্ত শুরু করেছে।

জারমাট সুইজারল্যান্ডের অন্যতম ব্যয়বহুল আলপাইন রিসোর্ট। এখানে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ধনীদের আনাগোনা লেগেই থাকে। আর রিম্পফিশহর্ন পর্বতাভিযান একটি উন্নতমানের অভিযাত্রা হিসেবে বিবেচিত হয়। জারমাট রিসোর্ট থেকে এটি প্রায় পাঁচ ঘণ্টার পথ।

পর্বতটির চূড়ায় উঠতে বিভিন্ন রুট থাকলেও সব পথেই রাতে একটি উচ্চ পাহাড়ি কুঁড়েঘরে থাকার প্রয়োজন পড়ে। জারমাট থেকে যাওয়ার পথে সাধারণভাবে ব্লাউহার্ড পর্যন্ত ২৫৭০ মিটার উচ্চতায় লিফটে যাওয়া হয়।

এদিকে, গত শুক্রবার রাতে আরেকটি পৃথক ঘটনায় এয়ার জারমাট আরও একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। ফিশারহর্ন পর্বতে চারজন আলপাইন অভিযাত্রী ঘন কুয়াশা ও প্রবল বাতাসে আটকে পড়েছিলেন। প্রথম দফায় আবহাওয়ার কারণে উদ্ধার সম্ভব না হলেও, মধ্যরাতের পর দ্বিতীয় চেষ্টায় চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত