রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যে ফাটল ধরতে পারে। জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গত রোববার এই আশঙ্কা ব্যক্ত করেছেন। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আসন্ন সম্মেলনের আগে তিনি এই আশঙ্কা ব্যক্ত করলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ও আগামী মঙ্গলবার রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে।
রবার্ট হ্যাবেক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর আমরা দেখেছি যে—রাশিয়া একত্র হলে কি হতে পারে। এই সম্মেলনকে সামনে রেখে একই রকম প্রত্যাশা রাখছি। কিন্তু এরই মধ্যে এই ঐক্যে বারবার ফাটল দেখা দিয়েছে।’
এর আগে, গত শুক্রবার ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছিল। এ সময়, হাঙ্গেরিকে কাছে টানতে দেশগুলো পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির বিষয়ে ছাড় দিতে সম্মত হয়।
এ সময়, হ্যাবেক জার্মানিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলা থেকে বিরত না থাকার এবং ভোট দান থেকে বিরত না থাকার জায়গা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ইউরোপীয় দেশগুলোর প্রতি।
হ্যাবেক বলেছেন, ‘ইউরোপ এখনো বড় অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিশ্বের অন্যতম বড় শক্তি। এটি যখন একত্র হয়, তখন এটি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারে যথাযথভাবে।’
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যে ফাটল ধরতে পারে। জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গত রোববার এই আশঙ্কা ব্যক্ত করেছেন। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আসন্ন সম্মেলনের আগে তিনি এই আশঙ্কা ব্যক্ত করলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ও আগামী মঙ্গলবার রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে।
রবার্ট হ্যাবেক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর আমরা দেখেছি যে—রাশিয়া একত্র হলে কি হতে পারে। এই সম্মেলনকে সামনে রেখে একই রকম প্রত্যাশা রাখছি। কিন্তু এরই মধ্যে এই ঐক্যে বারবার ফাটল দেখা দিয়েছে।’
এর আগে, গত শুক্রবার ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছিল। এ সময়, হাঙ্গেরিকে কাছে টানতে দেশগুলো পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির বিষয়ে ছাড় দিতে সম্মত হয়।
এ সময়, হ্যাবেক জার্মানিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলা থেকে বিরত না থাকার এবং ভোট দান থেকে বিরত না থাকার জায়গা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ইউরোপীয় দেশগুলোর প্রতি।
হ্যাবেক বলেছেন, ‘ইউরোপ এখনো বড় অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিশ্বের অন্যতম বড় শক্তি। এটি যখন একত্র হয়, তখন এটি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারে যথাযথভাবে।’
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৪ ঘণ্টা আগে