Ajker Patrika

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ৪০
ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি

ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। 

জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’ 

গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’ 

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’ 

ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’ 

এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত