কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।
কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
১০ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১৪ ঘণ্টা আগে