Ajker Patrika

ফরাসি তারকা অ্যালেইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র জব্দ

অনলাইন ডেস্ক
Thumbnail image

ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালেইন ডেলনের ঘর থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র ও ৩০০০ হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডাউশি-মন্টকরবনে এই অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আদালত থেকে এক কর্মকর্তাকে পাঠানো হয় অ্যালেইন ডেলনের বাড়িতে। সেখানে একটি বন্দুক তার চোখে পড়ে। এ ব্যাপারে বিচারপতিকে সতর্ক করেন সেই কর্মকর্তা। এরপর গত মঙ্গলবার ডেলনের বাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে পাওয়া যায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কৌঁসুলিরা বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই অ্যালেইন ডেলনের।

৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার স্বর্ণালি যুগের একজন তারকা। ‘দ্য সামুরাই’ এবং ‘বোর্সালিনোর’ মতো ব্যবসাসফল ছবিতে কঠিন ও শক্তিমান চরিত্রের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না এই তারকার। ২০১৯ সালে তার স্ট্রোক হয়েছিল। এরপর আরও একটি গুরুতর রোগে তিনি ভুগেছেন বলে জানিয়েছিল ফরাসি গণমাধ্যম। তবে তার সেই রোগের নাম বলা হয়নি।

অ্যালেইন ডেলনের পরিবার ভেঙে যাওয়ার খবরও ফ্রান্সে শিরোনাম হয়েছিল। তার তিন সন্তান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তাদের পারস্পরিক ক্ষোভের কথা। নানা অপমান, অভিযোগ, মামলা এবং গোপন রেকর্ডিং নিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে খবরের শিরোনাম হয়েছেন অ্যালেইন ডেলন।

এই তারকার চিকিৎসা নিয়েও হয়েছে মামলা। গত মাসে আদালত-অনুমোদিত একজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন। তবে সেই চিকিৎসকের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন ডেলনের সন্তানেরা।

গত বছর তার সন্তানেরা ডেলনের প্রাক্তন সহকারী হিরোমি রোলিনের বিরুদ্ধে অভিযোগ করেন। জাপানের এই চলচ্চিত্র প্রযোজনা সহকারীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ডেলনকে নৈতিক হয়রানির সঙ্গে জড়িত ছিলেন হিরোমি রোলিন। এ সময় হিরোমির আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন।

অ্যালেইন ডেলনের সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ২০১৯ সালে। তখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম দ’অর গ্রহণ করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বন্ধু এবং সহকর্মী জ্যঁ-পল বেলমন্দোর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন অ্যালেইন ডেলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত