Ajker Patrika

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটিশ যুবরাজ ও জার্মানির চ্যান্সেলরের পাশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ছিলেন তৃতীয় সারিতে প্রিন্স উইলিয়াম ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের পাশে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: এএফপি
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ছিলেন তৃতীয় সারিতে প্রিন্স উইলিয়াম ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের পাশে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: এএফপি

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিশ্বনেতা ও রাজপরিবারের সদস্য রোমে সমবেত হয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সেখানে যোগ দিয়েছেন। ভিআইপি অতিথিদের তৃতীয় সারিতে তাঁকে বসতে দেখা গেছে। তাঁর পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। আজ শনিবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছবি: এএফপি
ছবি: এএফপি

সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর পূর্বসূরি জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

সবার সামনে একই সারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (বামে), ফ্রান্সের প্রসিডেন্ট মাখোঁ (মাঝে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: ইপিএ
সবার সামনে একই সারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (বামে), ফ্রান্সের প্রসিডেন্ট মাখোঁ (মাঝে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: ইপিএ

বিশ্লেষকদের মতে, অনুষ্ঠানটি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সবকিছু ভুলে যেন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।

মেলানিয়ার বাম পাশে এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস ও ট্রাম্পের ডান পাশে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। ছবি: এএফপি
মেলানিয়ার বাম পাশে এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস ও ট্রাম্পের ডান পাশে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। ছবি: এএফপি

উপস্থিত ভিআইপি অতিথিদের বসার ব্যবস্থাও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কফিনের কাছে সামনের সারির একটি আসনে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের ঠিক পাশের সারিতে বসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট মাখোঁ।

প্রিন্স উইলিয়াম (মাঝে), তাঁর পাশে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ (ডানে)। ছবি: এএফপি
প্রিন্স উইলিয়াম (মাঝে), তাঁর পাশে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ (ডানে)। ছবি: এএফপি

তবে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বসার স্থান। তাঁরা বসেছিলেন ইউক্রেনের দুই বড় সমর্থক দেশের প্রধানদের মাঝে। মেলানিয়ার বাম পাশে ছিলেন এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস আর ট্রাম্পের ডান পাশে ছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। এস্তোনিয়া ও ফিনল্যান্ড উভয়ই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ মিত্র। জেলেনস্কিকেও ভ্যাটিকানে বেশ ভারাক্রান্ত মুখে দেখা গেছে। তিনি আর এমানুয়েল মাখোঁ একই সারিতে বসেছিলেন, যদিও তাঁদের মাঝে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও তাঁর স্ত্রী। ছবি: এএফপি
ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও তাঁর স্ত্রী। ছবি: এএফপি

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে আলোচনা ও প্রকাশ্য বাদানুবাদে জড়িত জেলেনস্কি ট্রাম্প থেকে মাত্র ১০টি আসন পর একই সারিতে ছিলেন। তবে জেলেনস্কির এক মুখপাত্র জানান, শেষকৃত্য অনুষ্ঠানের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী। ছবি: ইপিএ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী। ছবি: ইপিএ

লাখ লাখ সাধারণ মানুষ যাঁরা পোপের শেষকৃত্যে যোগ দিতে রোমে এসেছিলেন, তাঁদের থেকে বিশিষ্ট ব্যক্তিরা একটি আলাদা অংশে বসেছিলেন। বিশিষ্টজনদের বসার ব্যবস্থা করা হয়েছিল সেন্ট পিটার্স ব্যাসিলিকার পাশের স্কয়ারের ডান পাশে।

এমানুয়েল মাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁ। ছবি: এএফপি
এমানুয়েল মাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁ। ছবি: এএফপি

সবচেয়ে বিশেষ আসনগুলোতে বসেছিলেন পোপ ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়, আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। তাঁদের পেছনেই ছিলেন বিভিন্ন দেশের রাজত্বকারী রাজা ও রানিরা। এ ছাড়া ফরাসি বর্ণমালার ক্রমে (কূটনীতির রীতি অনুযায়ী) অন্য প্রতিনিধিদের বসানো হয়।

নরওয়ের ক্রাউন প্রিন্স হাকন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মেরিট। ছবি: রয়টার্স
নরওয়ের ক্রাউন প্রিন্স হাকন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মেরিট। ছবি: রয়টার্স

স্পেনের রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া
স্পেনের রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া

ভ্যাটিকানে বেশ ভারাক্রান্ত মুখে দেখা গেছে জেলেনস্কিকে। ছবি: রয়টার্স
ভ্যাটিকানে বেশ ভারাক্রান্ত মুখে দেখা গেছে জেলেনস্কিকে। ছবি: রয়টার্স

পোপের শেষকৃত্যে যোগ দেওয়া অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাজপরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

  • -পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা
  • -ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার
  • -জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার
  • -ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ
  • -ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া
  • -আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন
  • -মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু
  • -লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিংকেভিকস
  • -নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন
  • -জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
  • -চীনের ভাইস প্রেসিডেন্ট চেন চিন-জেন
  • -ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা
  • -ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা
  • -বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাথিল্ডে
  • -সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানি সিলভিয়া
  • -ডেনমার্কের রানি মেরি
  • -জর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় ও রানি রানিয়া
  • -মোনাকোর যুবরাজ আলবার্ট ও যুবরাজ্ঞী শার্লিন
  • -হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলিয়োক ও প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত