Ajker Patrika

রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে জি-৭ দেশগুলোর প্রতি জেলেনস্কির আহ্বান

রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে জি-৭ দেশগুলোর প্রতি জেলেনস্কির আহ্বান

রাশিয়ার ওপর চাপ না কমাতে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যেতে জি-৭ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, জার্মানির মিউনিখে জি-৭ সম্মেলন চলছে। তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে আজ রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে জি-৭ দেশের নেতাদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি।

রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আরও ভারী অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা দিতে ফের জি-৭ নেতাদের কাছে আহ্বান জানান তিনি।

জার্মানিতে সমবেত জি-৭ নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, তিনি চান শীত শুরু হওয়ার আগেই যেন যুদ্ধের সমাপ্তি হয়।

বিবিসি বলছে, জি-৭ সম্মেলন থেকে নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরও সামরিক সহায়তার ঘোষণা দেবেন। এছাড়াও রাশিয়ার সোনা আমদানিতে নিষেধাজ্ঞা আসছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি সাংবাদিকদের জানান, আগামী মঙ্গলবার সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘জি-৭ পুতিনের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত