অনলাইন ডেস্ক
নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।
নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪৪ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
২ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে