অনলাইন ডেস্ক
নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।
নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।
সাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
৪২ মিনিট আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
২ ঘণ্টা আগে