অনলাইন ডেস্ক
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনার আবহে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা মুখোমুখি বিক্ষোভ প্রদর্শন করে। ভারতীয় কমিউনিটি সংগঠনগুলো সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভ শুরু করলে হাইকমিশনের সামনে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়।
শুক্রবার ওই সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশন ভবনের বারান্দা থেকে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি বিতর্কের জন্ম দেয়। কর্নেল তৈমুর রাহাত নামে ওই কূটনীতিককে ভারতীয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গলা কাটার হুমকির মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ক্যামেরাবন্দী হয়।
এই ঘটনার জেরে রোববার লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানি বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় হাইকমিশনের বাইরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর মধ্যেই ঘটে ভাঙচুরের ঘটনা।
রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোর ৫টা নাগাদ কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই অঙ্কিত লাভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
হাইকমিশনের বাইরে ভাঙচুরের পাশাপাশি অন্যান্য ধরনের ক্ষতির খবরও পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালীন বিল্ডিংয়ের দেওয়ালে ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে, এটি ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত ছিল। অঙ্কিত লাভকে সোমবার আদালতে হাজিরার জন্য হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই উত্তেজনার আবহে গত শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা মুখোমুখি বিক্ষোভ প্রদর্শন করে। ভারতীয় কমিউনিটি সংগঠনগুলো সীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। প্রতিক্রিয়ায় পাকিস্তানি প্রবাসীরা পাল্টা বিক্ষোভ শুরু করলে হাইকমিশনের সামনে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত বেঁধে যায়।
শুক্রবার ওই সংঘাতের মধ্যেই পাকিস্তান হাইকমিশন ভবনের বারান্দা থেকে এক পাকিস্তানি কূটনীতিকের আপত্তিকর অঙ্গভঙ্গি বিতর্কের জন্ম দেয়। কর্নেল তৈমুর রাহাত নামে ওই কূটনীতিককে ভারতীয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গলা কাটার হুমকির মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ক্যামেরাবন্দী হয়।
এই ঘটনার জেরে রোববার লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানি বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় হাইকমিশনের বাইরে একটি বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর মধ্যেই ঘটে ভাঙচুরের ঘটনা।
রোববার ভোরবেলায় পাকিস্তান হাইকমিশনে ভাঙচুরের খবর পায় পুলিশ। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার ভোর ৫টা নাগাদ কেনসিংটন অ্যান্ড চেলসির লওন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকেই অঙ্কিত লাভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার তাঁকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
হাইকমিশনের বাইরে ভাঙচুরের পাশাপাশি অন্যান্য ধরনের ক্ষতির খবরও পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালীন বিল্ডিংয়ের দেওয়ালে ডিম ও গেরুয়া রঙের কালি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, ভারতীয় বিক্ষোভকারীদের হাতে ‘আমি হিন্দু’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা খালি পানির বোতল নাড়িয়ে ‘পানি চাও?’ বলে স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। মনে করা হচ্ছে, এটি ভারতের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত ছিল। অঙ্কিত লাভকে সোমবার আদালতে হাজিরার জন্য হেফাজতে (রিমান্ড) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও খবর পড়ুন:
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
২ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৩ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
৪ ঘণ্টা আগে