অনলাইন ডেস্ক
আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ‘আন্তরিকভাবে’ চেষ্টা করবেন বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে পুতিন ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান।
পুতিন তাঁর ভাষণে পশ্চিমাদের সতর্ক করে বলেন, মস্কোকে যুদ্ধে হারানো সম্ভব এই ধারণাটি ‘ভ্রান্ত’, এবং যেকোনো শান্তি চুক্তি করতে হলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর বলে স্বীকার করতে হবে। তবে সম্মেলনে উপস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র কিছু দেশ পুতিনের কাছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ওয়াশিংটনের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে, তিনি নির্বাচিত হলে কয়েক ঘণ্টার মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে কিছু বিশ্লেষক মনে করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভবিষ্যৎ সম্পর্ক এবং ইউক্রেনের সংঘাতের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
ট্রাম্পের বক্তব্যকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে যা যা সম্ভব সব করতে চান বলে কথা বলেছেন। আমি মনে করি তিনি আন্তরিক। অবশ্যই আমরা এ ধরনের বিবৃতি স্বাগত জানাই, যারাই এই ধরনের কথা বলুক না কেন।’
কাজানে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলনে ৩৬টি দেশের নেতা বা প্রতিনিধিরা। শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এই সম্মেলন মূলত এই বিষয়টিই নির্দেশ করে যে—ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেশটিকে একঘরে করার পশ্চিমা বিশ্বের চেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে, পুতিন বলেছেন, মস্কো শান্তি উদ্যোগ বিবেচনা করতে আগ্রহী এবং ব্রিকস নেতারা মধ্যস্থতা করার প্রস্তাব দিলে সেটিকে স্বাগত জানাবে। তবে তিনি বলেছেন, যে যেকোনো চুক্তির ক্ষেত্রে আগে ‘মাঠের বাস্তবতা’ বিবেচনা করতে হবে। মূলত তিনি রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে এই কথা বলেন।
পুতিন বলেন, ‘আমরা যেকোনো শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে ভাবতে প্রস্তুত, তবে সেটিতে অবশ্যই মাঠের বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি হবে। এর বাইরে কিছুই আমরা গ্রহণ করব না।’ তবে এটিও পুতিনের কিছুটা নরম সুর। কারণ, এর আগে পুতিন দাবি করেছিলেন যে, যুদ্ধবিরতি আলোচনার পূর্বশর্ত হিসেবে কিয়েভকে আত্মসমর্পণ করতে হবে এবং দেশটির সেনাবাহিনীকে পিছু হটাতে হবে।
আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ‘আন্তরিকভাবে’ চেষ্টা করবেন বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে পুতিন ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান।
পুতিন তাঁর ভাষণে পশ্চিমাদের সতর্ক করে বলেন, মস্কোকে যুদ্ধে হারানো সম্ভব এই ধারণাটি ‘ভ্রান্ত’, এবং যেকোনো শান্তি চুক্তি করতে হলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর বলে স্বীকার করতে হবে। তবে সম্মেলনে উপস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র কিছু দেশ পুতিনের কাছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ওয়াশিংটনের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে, তিনি নির্বাচিত হলে কয়েক ঘণ্টার মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে কিছু বিশ্লেষক মনে করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভবিষ্যৎ সম্পর্ক এবং ইউক্রেনের সংঘাতের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
ট্রাম্পের বক্তব্যকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে যা যা সম্ভব সব করতে চান বলে কথা বলেছেন। আমি মনে করি তিনি আন্তরিক। অবশ্যই আমরা এ ধরনের বিবৃতি স্বাগত জানাই, যারাই এই ধরনের কথা বলুক না কেন।’
কাজানে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলনে ৩৬টি দেশের নেতা বা প্রতিনিধিরা। শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এই সম্মেলন মূলত এই বিষয়টিই নির্দেশ করে যে—ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেশটিকে একঘরে করার পশ্চিমা বিশ্বের চেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে, পুতিন বলেছেন, মস্কো শান্তি উদ্যোগ বিবেচনা করতে আগ্রহী এবং ব্রিকস নেতারা মধ্যস্থতা করার প্রস্তাব দিলে সেটিকে স্বাগত জানাবে। তবে তিনি বলেছেন, যে যেকোনো চুক্তির ক্ষেত্রে আগে ‘মাঠের বাস্তবতা’ বিবেচনা করতে হবে। মূলত তিনি রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে এই কথা বলেন।
পুতিন বলেন, ‘আমরা যেকোনো শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে ভাবতে প্রস্তুত, তবে সেটিতে অবশ্যই মাঠের বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি হবে। এর বাইরে কিছুই আমরা গ্রহণ করব না।’ তবে এটিও পুতিনের কিছুটা নরম সুর। কারণ, এর আগে পুতিন দাবি করেছিলেন যে, যুদ্ধবিরতি আলোচনার পূর্বশর্ত হিসেবে কিয়েভকে আত্মসমর্পণ করতে হবে এবং দেশটির সেনাবাহিনীকে পিছু হটাতে হবে।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৬ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৫ ঘণ্টা আগে