অনলাইন ডেস্ক
টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গিয়ামব্রুনো।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আজ শুক্রবার একটি ফেসবুক পোস্টে মেলোনি লিখেছেন, ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ।’
মেলোনি আরও লিখেছেন, ‘আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন পথে চলে গেছে এবং সময় এসেছে এটিকে স্বীকার করে নেওয়ার।’
মেলোনি ও গিয়ামব্রুনো দম্পতির একটি কন্যা আছে। এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনির মিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলোসকোনির মালিকানাধীন এমএফই মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যম মিডিয়াসেটে সংবাদবিষয়ক একটি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। সম্প্রতি তিনি তাঁর অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ক্যামেরার অন্তরালে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং একজন নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন। এ বিষয়গুলো মিডিয়াসেটেরই আরেকটি অনুষ্ঠানে ফাঁস করে দেওয়া হয়েছে।
ফাঁস হওয়া একটি কথোপকথনে গিয়ামব্রুনোকে তাঁর এক নারী সহকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না?’
বৃহস্পতিবার একই অনুষ্ঠানের দ্বিতীয় আরেকটি পর্বে গিয়ামব্রুনোর আরও কুকীর্তি ফাঁস করা হয়। সেই পর্বে গিয়ামব্রুনোকে বলতে শোনা যায়, তিনি কয়েকজন নারী সহকর্মীকে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেতে ‘দলবদ্ধ হয়ে যৌনতা’র আহ্বান জানাচ্ছেন।
এর আগে গত আগস্টেও একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ভুক্তভোগীকে দোষারোপ করে মন্তব্য করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন গিয়ামব্রুনো। তিনি তাঁর প্রোগ্রামে সে সময় ভুক্তভোগীর উদ্দেশে বলেছিলেন, ‘আপনি যদি নাচতে যান, তবে আপনার মাতাল হওয়ার অধিকার আছে। এতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি এবং কোনো ধরনের সমস্যা হওয়া উচিত নয়। তবে আপনি যদি মাতাল না হন এবং স্বাভাবিক থাকেন তবে কিছু সমস্যা এবং নেকড়ের পালের মধ্যে ছুটে যাওয়া আপনার এড়ানো উচিত।’
সেই বিতর্কের পর মেলোনি বলেছিলেন, তাঁর স্বামীর মন্তব্যের জন্য তাঁকে বিচার করা উচিত নয় এবং ভবিষ্যতে তিনি তাঁর স্বামীর আচরণ সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেবেন না।
টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গিয়ামব্রুনো।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আজ শুক্রবার একটি ফেসবুক পোস্টে মেলোনি লিখেছেন, ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ।’
মেলোনি আরও লিখেছেন, ‘আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন পথে চলে গেছে এবং সময় এসেছে এটিকে স্বীকার করে নেওয়ার।’
মেলোনি ও গিয়ামব্রুনো দম্পতির একটি কন্যা আছে। এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনির মিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলোসকোনির মালিকানাধীন এমএফই মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যম মিডিয়াসেটে সংবাদবিষয়ক একটি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। সম্প্রতি তিনি তাঁর অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ক্যামেরার অন্তরালে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং একজন নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন। এ বিষয়গুলো মিডিয়াসেটেরই আরেকটি অনুষ্ঠানে ফাঁস করে দেওয়া হয়েছে।
ফাঁস হওয়া একটি কথোপকথনে গিয়ামব্রুনোকে তাঁর এক নারী সহকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না?’
বৃহস্পতিবার একই অনুষ্ঠানের দ্বিতীয় আরেকটি পর্বে গিয়ামব্রুনোর আরও কুকীর্তি ফাঁস করা হয়। সেই পর্বে গিয়ামব্রুনোকে বলতে শোনা যায়, তিনি কয়েকজন নারী সহকর্মীকে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেতে ‘দলবদ্ধ হয়ে যৌনতা’র আহ্বান জানাচ্ছেন।
এর আগে গত আগস্টেও একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ভুক্তভোগীকে দোষারোপ করে মন্তব্য করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন গিয়ামব্রুনো। তিনি তাঁর প্রোগ্রামে সে সময় ভুক্তভোগীর উদ্দেশে বলেছিলেন, ‘আপনি যদি নাচতে যান, তবে আপনার মাতাল হওয়ার অধিকার আছে। এতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি এবং কোনো ধরনের সমস্যা হওয়া উচিত নয়। তবে আপনি যদি মাতাল না হন এবং স্বাভাবিক থাকেন তবে কিছু সমস্যা এবং নেকড়ের পালের মধ্যে ছুটে যাওয়া আপনার এড়ানো উচিত।’
সেই বিতর্কের পর মেলোনি বলেছিলেন, তাঁর স্বামীর মন্তব্যের জন্য তাঁকে বিচার করা উচিত নয় এবং ভবিষ্যতে তিনি তাঁর স্বামীর আচরণ সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেবেন না।
ক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৭ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৩ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে