Ajker Patrika

নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন শুক্রবার এই মন্তব্য করেছেন তিনি।

আয়ারল্যান্ডে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে কি না; দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আরটিই প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের কাছে শুক্রবার এমন প্রশ্ন করে। এর জবাবে আইরিশ এই প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন এবং তাদের পরোয়ানার প্রয়োগ করি।’

গত বছরের ৮ অক্টোবর থেকে চলতি বছরের ২০ মে পর্যন্ত গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

এতে বলা হয়েছে, যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলার ঘটনায় নেতানিয়াহু এবং গ্যালান্ত দায়ী। অপরাধ সংঘটনের পেছনে ক্রীড়নক হিসেবে তাদের দু’জনের ভূমিকা রয়েছে।

যদিও নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপকে ইহুদিবিরোধী এবং ‘অযৌক্তিক ও মিথ্যা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। একই দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের ওই আদালত।

এদিকে, হামাসের এই নেতা গত জুলাইয়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তবে হামাস তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি।

আরটিইকে সাইমন হ্যারিস বলেছেন, দেইফের বিরুদ্ধে আইসিসির জারি করা পরোয়ানাও কার্যকর করবে আয়ারল্যান্ড। যদিও হামাসের এই নেতা মৃত নাকি জীবিত তা নিশ্চিত করতে পারেনি আইসিসি।

ডাবলিন গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মাঝে সম্পর্কের অবনতি ঘটেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ওই সময় ডাবলিনে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় ইসরায়েল।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন শুক্রবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে ‘আপত্তিকর’ বলে যে মন্তব্য করেছেন, তাঁর সঙ্গে একমত নন তিনি।

দেশটির সংবাদমাধ্যম নিউজটক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। সেখানে জনগণকে সম্মিলিত শাস্তি দেওয়া হয়েছে...। এটি গণহত্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত