Ajker Patrika

বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে: তাস

আপডেট : ০৮ জুন ২০২২, ১৩: ০৭
বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে: তাস

মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফলে তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বন্দী সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। 

ইউক্রেন বলছে, তারা সব বন্দীকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাঁদের বিচার করা উচিত। 

তাসের প্রতিবেদনে বলা হয়, পরে পর্যায়ক্রমে আরও বন্দী ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে। 

এদিকে যুদ্ধে নিহত ২১০ জন ইউক্রেনের সেনার মরদেহ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশির ভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’ 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত