ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তাঁর পরিবর্তে ওই পদে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানকে নিযুক্ত করেছেন তিনি। গত মাস থেকেই দেশটির সামরিক হাইকমান্ডের বিভিন্ন পদে রদবদল শুরু করেন তিনি।
জেলেনস্কি দায়িত্ব গ্রহণের কয়েকমাস পরেই ২০১৯ সালের অক্টোবর থেকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন ওলেকসি দানিলোব। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দানিলোভকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।
দানিলোভের বহিষ্কার নিয়ে কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, তিনি রাষ্ট্রের পূর্বাভাস দেওয়ার কৌশলগত সক্ষমতা ও এর প্রক্রিয়া প্রভাবিত করতে চান, যার ওপর দেশটির জাতীয় নিরাপত্তা নির্ভর করে।
তিনি বলেন, ‘ইউক্রেনের শক্তিশালীকরণ এবং সকল ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থার নবায়ন অব্যাহত থাকবে।’
জেলেনস্কি ৫১ বছর বয়সী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান ওলেকসান্দার লিতভিনেনকোকে পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। জেলেনস্কি বলেন, গোয়েন্দা প্রধানের অভিজ্ঞতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার সঙ্গে মিলিয়ে কাজ করতে পারবেন লিতভিনেনকো।
প্রেসিডেন্টের অধীনে থাকা দেশের শীর্ষ রাজনৈতিক, সুরক্ষা ও প্রতিরক্ষা প্রধানদের সমন্বয়ে গঠিত পরিষদটি জাতীয় নিরাপদ ও প্রতিরক্ষা ইস্যুতে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ–প্রধান ওলেহ ইভাশচেঙ্কোকে নতুন বিদেশি গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে সশস্ত্রবাহিনীর প্রধানকে বরখাস্ত করেন তিনি। এ ছাড়াও সামরিক বাহিনীর শীর্ষ অনেক পদেই এই রদবদল করা হয়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কয়েকগুণ বড় রুশ বাহিনীকে মোকাবিলা করতে সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোকেও বারবার চাপ দিচ্ছে দেশটি। অস্ত্র ও সেনা সংকট মোকাবিলায় যুদ্ধ কৌশলে পরিবর্তন করে রাশিয়াকে টক্কর দিতে চান জেলেনস্কি।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তাঁর পরিবর্তে ওই পদে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানকে নিযুক্ত করেছেন তিনি। গত মাস থেকেই দেশটির সামরিক হাইকমান্ডের বিভিন্ন পদে রদবদল শুরু করেন তিনি।
জেলেনস্কি দায়িত্ব গ্রহণের কয়েকমাস পরেই ২০১৯ সালের অক্টোবর থেকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন ওলেকসি দানিলোব। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দানিলোভকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।
দানিলোভের বহিষ্কার নিয়ে কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, তিনি রাষ্ট্রের পূর্বাভাস দেওয়ার কৌশলগত সক্ষমতা ও এর প্রক্রিয়া প্রভাবিত করতে চান, যার ওপর দেশটির জাতীয় নিরাপত্তা নির্ভর করে।
তিনি বলেন, ‘ইউক্রেনের শক্তিশালীকরণ এবং সকল ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থার নবায়ন অব্যাহত থাকবে।’
জেলেনস্কি ৫১ বছর বয়সী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান ওলেকসান্দার লিতভিনেনকোকে পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। জেলেনস্কি বলেন, গোয়েন্দা প্রধানের অভিজ্ঞতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার সঙ্গে মিলিয়ে কাজ করতে পারবেন লিতভিনেনকো।
প্রেসিডেন্টের অধীনে থাকা দেশের শীর্ষ রাজনৈতিক, সুরক্ষা ও প্রতিরক্ষা প্রধানদের সমন্বয়ে গঠিত পরিষদটি জাতীয় নিরাপদ ও প্রতিরক্ষা ইস্যুতে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ–প্রধান ওলেহ ইভাশচেঙ্কোকে নতুন বিদেশি গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে সশস্ত্রবাহিনীর প্রধানকে বরখাস্ত করেন তিনি। এ ছাড়াও সামরিক বাহিনীর শীর্ষ অনেক পদেই এই রদবদল করা হয়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কয়েকগুণ বড় রুশ বাহিনীকে মোকাবিলা করতে সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোকেও বারবার চাপ দিচ্ছে দেশটি। অস্ত্র ও সেনা সংকট মোকাবিলায় যুদ্ধ কৌশলে পরিবর্তন করে রাশিয়াকে টক্কর দিতে চান জেলেনস্কি।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
৮ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৯ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
১১ ঘণ্টা আগে