Ajker Patrika

ভোট দিতে এসে শিশুদের খেলনা ও টাকা দিলেন এরদোয়ান

ভোট দিতে এসে শিশুদের খেলনা ও টাকা দিলেন এরদোয়ান

দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিতে এসে শিশুদের খেলনা ও টাকা বিতরণ করেছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার (২৮ মে) ইস্তাম্বুলের উস্কুদারে স্থানীয় একটি বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রে তিনি ভোট দেন। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু আঙ্কারায় ভোট দিয়েছেন। 

আজ স্থানীয় সময় সকাল ৮টার দিকে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি বর্তমানে ক্ষমতাসীন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অল্পের জন্য তাঁর ভাগ্য ঝুলে যায়। প্রথম দফার নির্বাচনে তিনি পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। অন্যদিকে এই নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ কেমাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী আজ পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

দুই দশক ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপে দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। 

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, সারা দেশে ভোটারদের জন্য ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। কূটনৈতিক মিশনগুলোতে বুধবার ভোটগ্রহণ শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত