Ajker Patrika

ইউক্রেনেও ইসরায়েলের মতো পশ্চিমা সাহায্য চান জেলেনস্কি

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইরানের হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের যেভাবে পাশে পেয়েছে ইসরায়েল, নিজ দেশের ক্ষেত্রেও মিত্রদের কাছ থেকে একই রকমের সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলেনস্কি বলেছেন, ইরানের কর্মকাণ্ড পুরো অঞ্চল ও বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, ঠিক যেভাবে রাশিয়ার কর্মকাণ্ড একটি বৃহত্তর সংঘাতের হুমকি দিচ্ছে। সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতার বিষয়টিতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আসতে হবে। 

নিয়মিত ভিডিও ভাষণেও এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘বিশ্ব দেখেছে ইসরায়েল তার প্রতিরক্ষায় একা ছিল না। আকাশে হুমকিগুলোও তার মিত্রদের মাধ্যমেই ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়েও কিয়েভের মিত্ররা চোখ বন্ধ করে রাখতে পারে না। বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করা প্রয়োজন।’ 

জেলেনস্কি বলেন, ‘শুধু বাগাড়ম্বর দিয়ে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করা সম্ভব নয়।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ পাওয়ার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছে কিয়েভ। এ নিয়ে এখনো কংগ্রেসে ভোটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে সন্ত্রাসীদের আত্মবিশ্বাস বাড়ছে, নষ্ট করার মতো সময় অবশিষ্ট নেই।’ 

উল্লেখ্য, ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁর দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি ফের আহ্বান জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত