Ajker Patrika

আবারও বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৫: ৪০
আবারও বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

ফের বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার ব্রিটিশ গণমাধ্যমের খবরে প্রধানমন্ত্রী বরিসের বাবা হওয়ার খবর দেওয়া হয়েছে। এ ছাড়াও বরিসের স্ত্রী ক্যারি সায়মন্ডস নিজের ইনস্টাগ্রামের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের এপ্রিলে ব্রিটিশ এই দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়। দেশটির গণমাধ্যম বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যারি তার বন্ধুদের বলেছেন, তিনি আবারও গর্ভবতী হওয়ায় অবিশ্বাস্য রকমের সুখ অনুভব করছেন।

ক্যারি জানান, ‘বড়দিনেই  ‘রেনবো বেবি’ আসার অপেক্ষায় রয়েছেন। এরপরই লেখেন, আরও একবার অন্তঃসত্ত্বা হয়ে দারুণ লাগছে। একই সঙ্গে আবার একটু নার্ভাসও অনুভব করছেন।

চলতি বছরের মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন বরিস জনসন ও ক্যারি। ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী এর আগেও দু’বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেসব ঘরে তার কত সন্তান আছে সে বিষয়ে জানাননি তিনি। তবে তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের ঘরে চার সন্তান আছে।

যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে ৫৭ বছর বয়সী বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত