Ajker Patrika

রাশিয়ায় বিবিসির সম্প্রচার বন্ধ 

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৮: ১৬
রাশিয়ায় বিবিসির সম্প্রচার বন্ধ 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের প্রতিবেদনেই বিষয়টি নিশ্চিত করেছে। 

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে রুশ গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পশ্চিমা বিভিন্ন সংস্থা। পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কোও। ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বেশ কিছু পশ্চিমা গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্রেমলিন। এ তালিকায় রয়েছে বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, ডয়চে ভেলের মতো সম্প্রচারমাধ্যম। 

গত শুক্রবার ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু পশ্চিমা প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নেয়। ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দেয়। সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফটও। 

বিবিসি বলেছে, তারা রাশিয়ান নিষেধাজ্ঞায় নিবৃত্ত হবে না। রাশিয়াসহ সারা বিশ্বে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত