Ajker Patrika

ইউক্রেনের স্থলবাহিনী প্রধান হলেন সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী পাভলিউক

ইউক্রেনের স্থলবাহিনী প্রধান হলেন সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী পাভলিউক

ইউক্রেনের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ওলেকসান্দার পাভলিউককে স্থলবাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার দেশটিতে জারি করা অধ্যাদেশে এ তথ্য প্রকাশ করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল পাভলিউক গত এক বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম উপ–প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে স্থলবাহিনীর কমান্ডার ছিলেন কর্নেল জেনারেল ওলেকসান্দার সিরস্কি। চলতি সপ্তাহে তাঁকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। 

গত ৮ ফেব্রুয়ারি জেলেনস্কি বলেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’

এর আগে ইউক্রেনের সেনাপ্রধান ছিলেন ভ্যালেরি জালুঝনি। কিন্তু তাঁর সঙ্গে জেলেনস্কির মতবিরোধের কারণে গত ৮ ফেব্রুয়ারি তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ। 

জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি। 

গতকাল শনিবার জেলেনস্কি রাশিয়ার প্রায় দুই বছরের পুরোনো আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য আরও পাঁচটি জ্যেষ্ঠ সামরিক নিয়োগের ঘোষণা দিয়েছেন। 

২০২৪ সালে ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে কম বেশি জয়ের মুখ দেখা শুরু করলেও এটি লোকবল ও সরঞ্জাম সংকটে ভুগছে। এদিকে দেশটির সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তাও ব্যাহত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত