Ajker Patrika

ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড কতটা প্রস্তুত, জানালেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২২, ১৩: ৩০
Thumbnail image

ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে ফিনল্যান্ড সম্পূর্ণ প্রস্তুত বলে মনে করেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে। গতকাল রোববার সুইডিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সুইডেন ও তার প্রতিবেশী ফিনল্যান্ডকে তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের টেলিভিশন এসভিটিকে অ্যান লিন্ডে বলেন, ‘আমরা মোটামুটি নিশ্চিত যে ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে। আমাদের প্রতিবেশী একটি দেশ যদি ন্যাটোতে যোগ দেয় তবে উত্তেজনা বাড়বে, সেটা আমরা জানি। তবে এটিও সত্য যে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান এ অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকে বদলে দেবে।’ 

এএফপি জানিয়েছে, সুইডেন এবং ফিনল্যান্ড উভয় দেশ সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে কি না, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো গত শুক্রবার বলেছেন, তিনি আশা করেন ফিনল্যান্ড এবং সুইডেন একই সময়ে একই সিদ্ধান্ত নেবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত