Ajker Patrika

জাপোরিঝিয়ায় ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার সুপারিশ জাতিসংঘের

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৮
Thumbnail image

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণুকেন্দ্রে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গ্রিডকে সংযোগকারী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ার এক দিন পরই এই সুপারিশ করল আইএইএ। প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ভৌত কাঠামোয় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দলের প্রধান রাফায়েল গ্রসি। রাফায়েল গ্রসি বলেন, কামানের গোলায় এর বাহ্যিক কাঠামোর বেশ ক্ষতি হয়েছে। এটি স্পষ্ট যে প্ল্যান্টটি এবং এর ভৌত কাঠামো বেশ কয়েকবার আঘাতের সম্মুখীন হয়েছে। আমরা আগেও দুশ্চিন্তা করেছি, দুশ্চিন্তা করব এবং এই প্ল্যান্টের বিষয়ে আমরা দুশ্চিন্তা করতেই থাকব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত