অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ পরিবেশনায় পক্ষপাতের অভিযোগে বিবিসির বোর্ড সদস্য রবি গিবকে অপসারণের দাবি উঠেছে। তাঁর অপসারণ চেয়ে বিবিসি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন ৪০০-এর বেশি তারকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মিরিয়াম মার্গোলাইস, অ্যালেক্সি সেইল, জুলিয়েট স্টিভেনসন, মাইক লেই, জাউ অ্যাশটন, খালিদ আবদাল্লা, শোলা মোস-শগবামি এবং ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল। বিবিসির ১১২ জন সাংবাদিকও এই চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে প্রতিশোধের শিকার হতে পারেন এই ভয়ে তাঁরা চিঠিতে স্বাক্ষর করেছেন বেনামে।
চিঠিতে ইসরায়েল/ফিলিস্তিন বিষয়ে বিবিসির সংবাদ পরিবেশনায় ‘অস্বচ্ছ সম্পাদকীয় সিদ্ধান্ত এবং সেন্সরশিপ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে, বিবিসির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত ‘গাজা: চিকিৎসকদের ওপর হামলা’ (Gaza: Doctors Under Attack) তথ্যচিত্রটি সম্প্রচার না করার সিদ্ধান্তকে ‘ভয় বা পক্ষপাতিত্ব’ ছাড়াই সংবাদ পরিবেশনের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বিবিসি এই তথ্যচিত্রটি প্রচার না করার কারণ হিসেবে ‘পক্ষপাতিত্বের ধারণা তৈরি হওয়ার ঝুঁকি’-র কথা বলেছে।
স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, বিবিসি ইসরায়েলি সরকারের সমালোচক হিসেবে বিবেচিত হওয়ার ভয়ে হাত-পা গুটিয়ে আছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, রবি গিবের মতো একজন ব্যক্তি, যার দ্য জুইশ ক্রনিকল-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তে, বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলোতে, প্রভাব ফেলছেন?
উল্লেখ্য, রবি গিব ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টেরিসা মে-এর প্রেস সচিব ছিলেন। ২০২০ সালে তিনি দ্য জুইশ ক্রনিকল কিনে নেওয়া কনসোর্টিয়ামের নেতৃত্ব দেন।
দ্য জুইশ ক্রনিকল বিশ্বের প্রাচীনতম ইহুদি সংবাদপত্র। লন্ডন-ভিত্তিক এই সাপ্তাহিক সংবাদপত্র ১৮৪১ সালে প্রতিষ্ঠিত। ২০২৫ সালের জানুয়ারি থেকে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ড্যানিয়েল শোয়ামেন্থাল। ২০২০ সালের এপ্রিলে এটি স্বেচ্ছা অবসায়নে চলে যায় এবং পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যাংকারদের একটি বেসরকারি কনসোর্টিয়াম এটি অধিগ্রহণ করে।
২০২৪ সালে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই সংবাদপত্রের কিছু বিশিষ্ট সাংবাদিক পত্রিকার কথিত ‘অজানা মালিকানা ব্যবস্থা’ এবং ‘বানোয়াট’ গল্প প্রকাশের অভিযোগে পদত্যাগ করেছেন।
বিবিসির অভ্যন্তরীণ কর্মীদের একটি গ্রুপের উদ্যোগে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, তাঁদের অনেক প্রচেষ্টা বিবিসির ঊর্ধ্বতন স্তরে আলোচনা বা ব্যাখ্যা ছাড়াই নেওয়া অস্বচ্ছ সিদ্ধান্তের দ্বারা ব্যাহত হয়েছে। তাঁরা অভিযোগ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতায় যুক্তরাজ্য সরকারের জড়িত থাকার বিষয়ে বিবিসি কোনো উল্লেখযোগ্য বিশ্লেষণ প্রকাশ করেনি, এমনকি অস্ত্র বিক্রি বা এর আইনি প্রভাব সম্পর্কেও কোনো খবর দেয়নি। এসব খবর বিবিসির প্রতিযোগী সংবাদমাধ্যমগুলো ঠিকই প্রকাশ করেছে।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, রবি গিবের এই স্বার্থের সংঘাত বিবিসির নিজস্ব কর্মীদের জন্য একটি ‘দ্বৈত মান’ তুলে ধরে। যেখানে কর্মীরা ইসরায়েলি সরকারের সমালোচনামূলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ‘এজেন্ডা’ থাকার অভিযোগ আনা হয়, সেখানে গিবের সুস্পষ্ট আদর্শিক প্রবণতা রয়েছে, তাঁর সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে।
চিঠির উপসংহারে স্বাক্ষরকারীরা বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে বিবিসির সংবাদ পরিবেশন দর্শক-পাঠকদের প্রত্যাশিত মান পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাঁরা মনে করেন, বোর্ড সদস্য এবং সম্পাদকীয় মান কমিটির অংশ হিসেবে রবি গিবের ভূমিকা অগ্রহণযোগ্য। তাঁরা বিবিসির প্রতি তাঁদের দর্শক শ্রোতাদের জন্য আরও ভালো করার এবং নিরপেক্ষতা, সততা ও ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবাদ পরিবেশনের মূল নীতিগুলোতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিবিসির একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিকতা নিয়ে আমাদের সম্পাদকীয় দলগুলোর মধ্যে জোরালো আলোচনা সম্পাদকীয় প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। আমরা কভারেজ নিয়ে সব সময় আলোচনা করি এবং কর্মীদের মতামত শুনি। আমরা মনে করি, এই আলোচনাগুলো অভ্যন্তরীণভাবে করাই ভালো।
গাজা কভারেজ সম্পর্কে বিবিসি নিরপেক্ষভাবে সংঘাত কভার করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চল নিয়ে ভালো কভারেজ দিয়েছে বলেও দাবি করেন ওই মুখপাত্র।
উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে জার্মানি ভিত্তিক ডয়েচ ভেলের পর বিবিসির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।
এ ছাড়া গ্লাসটনবারি ফেস্টিভ্যালে ইসরায়েলবিরোধী স্লোগান সংবলিত র্যাপ গান সরাসরি সম্প্রচার করে ইসরায়েলপন্থিদের তোপে মুখে পড়েছে বিবিসি। সব মিলিয়ে গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দুপক্ষেরই রোষের মুখে পড়তে হচ্ছে সংবাদমাধ্যমটিকে।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ পরিবেশনায় পক্ষপাতের অভিযোগে বিবিসির বোর্ড সদস্য রবি গিবকে অপসারণের দাবি উঠেছে। তাঁর অপসারণ চেয়ে বিবিসি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন ৪০০-এর বেশি তারকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মিরিয়াম মার্গোলাইস, অ্যালেক্সি সেইল, জুলিয়েট স্টিভেনসন, মাইক লেই, জাউ অ্যাশটন, খালিদ আবদাল্লা, শোলা মোস-শগবামি এবং ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল। বিবিসির ১১২ জন সাংবাদিকও এই চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে প্রতিশোধের শিকার হতে পারেন এই ভয়ে তাঁরা চিঠিতে স্বাক্ষর করেছেন বেনামে।
চিঠিতে ইসরায়েল/ফিলিস্তিন বিষয়ে বিবিসির সংবাদ পরিবেশনায় ‘অস্বচ্ছ সম্পাদকীয় সিদ্ধান্ত এবং সেন্সরশিপ’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে, বিবিসির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত ‘গাজা: চিকিৎসকদের ওপর হামলা’ (Gaza: Doctors Under Attack) তথ্যচিত্রটি সম্প্রচার না করার সিদ্ধান্তকে ‘ভয় বা পক্ষপাতিত্ব’ ছাড়াই সংবাদ পরিবেশনের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বিবিসি এই তথ্যচিত্রটি প্রচার না করার কারণ হিসেবে ‘পক্ষপাতিত্বের ধারণা তৈরি হওয়ার ঝুঁকি’-র কথা বলেছে।
স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, বিবিসি ইসরায়েলি সরকারের সমালোচক হিসেবে বিবেচিত হওয়ার ভয়ে হাত-পা গুটিয়ে আছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, রবি গিবের মতো একজন ব্যক্তি, যার দ্য জুইশ ক্রনিকল-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তে, বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলোতে, প্রভাব ফেলছেন?
উল্লেখ্য, রবি গিব ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টেরিসা মে-এর প্রেস সচিব ছিলেন। ২০২০ সালে তিনি দ্য জুইশ ক্রনিকল কিনে নেওয়া কনসোর্টিয়ামের নেতৃত্ব দেন।
দ্য জুইশ ক্রনিকল বিশ্বের প্রাচীনতম ইহুদি সংবাদপত্র। লন্ডন-ভিত্তিক এই সাপ্তাহিক সংবাদপত্র ১৮৪১ সালে প্রতিষ্ঠিত। ২০২৫ সালের জানুয়ারি থেকে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ড্যানিয়েল শোয়ামেন্থাল। ২০২০ সালের এপ্রিলে এটি স্বেচ্ছা অবসায়নে চলে যায় এবং পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যাংকারদের একটি বেসরকারি কনসোর্টিয়াম এটি অধিগ্রহণ করে।
২০২৪ সালে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই সংবাদপত্রের কিছু বিশিষ্ট সাংবাদিক পত্রিকার কথিত ‘অজানা মালিকানা ব্যবস্থা’ এবং ‘বানোয়াট’ গল্প প্রকাশের অভিযোগে পদত্যাগ করেছেন।
বিবিসির অভ্যন্তরীণ কর্মীদের একটি গ্রুপের উদ্যোগে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, তাঁদের অনেক প্রচেষ্টা বিবিসির ঊর্ধ্বতন স্তরে আলোচনা বা ব্যাখ্যা ছাড়াই নেওয়া অস্বচ্ছ সিদ্ধান্তের দ্বারা ব্যাহত হয়েছে। তাঁরা অভিযোগ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতায় যুক্তরাজ্য সরকারের জড়িত থাকার বিষয়ে বিবিসি কোনো উল্লেখযোগ্য বিশ্লেষণ প্রকাশ করেনি, এমনকি অস্ত্র বিক্রি বা এর আইনি প্রভাব সম্পর্কেও কোনো খবর দেয়নি। এসব খবর বিবিসির প্রতিযোগী সংবাদমাধ্যমগুলো ঠিকই প্রকাশ করেছে।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, রবি গিবের এই স্বার্থের সংঘাত বিবিসির নিজস্ব কর্মীদের জন্য একটি ‘দ্বৈত মান’ তুলে ধরে। যেখানে কর্মীরা ইসরায়েলি সরকারের সমালোচনামূলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ‘এজেন্ডা’ থাকার অভিযোগ আনা হয়, সেখানে গিবের সুস্পষ্ট আদর্শিক প্রবণতা রয়েছে, তাঁর সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে।
চিঠির উপসংহারে স্বাক্ষরকারীরা বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে বিবিসির সংবাদ পরিবেশন দর্শক-পাঠকদের প্রত্যাশিত মান পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাঁরা মনে করেন, বোর্ড সদস্য এবং সম্পাদকীয় মান কমিটির অংশ হিসেবে রবি গিবের ভূমিকা অগ্রহণযোগ্য। তাঁরা বিবিসির প্রতি তাঁদের দর্শক শ্রোতাদের জন্য আরও ভালো করার এবং নিরপেক্ষতা, সততা ও ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই সংবাদ পরিবেশনের মূল নীতিগুলোতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিবিসির একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিকতা নিয়ে আমাদের সম্পাদকীয় দলগুলোর মধ্যে জোরালো আলোচনা সম্পাদকীয় প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। আমরা কভারেজ নিয়ে সব সময় আলোচনা করি এবং কর্মীদের মতামত শুনি। আমরা মনে করি, এই আলোচনাগুলো অভ্যন্তরীণভাবে করাই ভালো।
গাজা কভারেজ সম্পর্কে বিবিসি নিরপেক্ষভাবে সংঘাত কভার করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চল নিয়ে ভালো কভারেজ দিয়েছে বলেও দাবি করেন ওই মুখপাত্র।
উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে জার্মানি ভিত্তিক ডয়েচ ভেলের পর বিবিসির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।
এ ছাড়া গ্লাসটনবারি ফেস্টিভ্যালে ইসরায়েলবিরোধী স্লোগান সংবলিত র্যাপ গান সরাসরি সম্প্রচার করে ইসরায়েলপন্থিদের তোপে মুখে পড়েছে বিবিসি। সব মিলিয়ে গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দুপক্ষেরই রোষের মুখে পড়তে হচ্ছে সংবাদমাধ্যমটিকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না।
১০ মিনিট আগে৩৩ বছর বয়সী মামদানিকে সোশ্যাল মিডিয়ায় জিহাদি, ইসলামপন্থী, ভারতবিরোধী বলে আক্রমণ করা হচ্ছে। নিউ জার্সিভিত্তিক ‘ইন্ডিয়ান আমেরিকানস ফর কুয়োমো’ নামক একটি গোষ্ঠী নিউইয়র্কের আকাশে ‘সেফ নিউইয়র্ক সিটি ফ্রম গ্লোবাল ইনতিফিদা, রিজেক্ট মামদানি’ বার্তা লিখে একটি ব্যানারও ওড়ায়।
১৫ মিনিট আগেইরান এখনো পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনেরও অনুমতি দেয়নি ইরান। শুক্রবার এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৪৩ মিনিট আগেসাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার যে বিতর্কিত সিদ্ধান্ত নেয় মহাযুতি জোট সরকার, তাকে কেন্দ্র করে এই দুই ঠাকরের পুনর্মিলন ঘটেছে। রাজ্য সরকার পরে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়, যা উদ্ধব-রাজ জোটের কাছে ‘মারাঠি গর্বের জয়’ হিসেবে তুলে ধরা হয়েছ
৩ ঘণ্টা আগে