অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ এনে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার আইসিসির প্রধান পিওতর হফম্যানস্কিকে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। গতকাল সোমবার রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি আইন ভঙ্গের অভিযোগে পিওতর হফম্যানস্কিকে ওয়ান্টেড ঘোষণা করেছে। পাশাপাশি আইসিসির ভাইস প্রেসিডেন্ট লুজ দেল কারমেন ইবানেজ ক্যারাঞ্জা, বিচারক বের্ট্রাম স্মিটকেও ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয় এই তিনজন কী অপরাধ করেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘উল্লিখিত তিনজনকে রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি আইনের একটি অনুচ্ছেদের অধীনে ওয়ান্টেড বলে ঘোষণা করা হয়েছে।’ তবে সেই অনুচ্ছেদ বা তাদের অপরাধের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রণালয়।
এর আগে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। সে সময় হেগভিত্তিক আদালত এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই অভিযোগে ভ্লাদিমির পুতিনের শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলে উল্লেখ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর। কারণ হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এই সিদ্ধান্ত অর্থহীন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার কাছে আইসিসির সিদ্ধান্তের কোনো মূল্য নেই। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিকে রাশিয়া সমর্থন করে না। সুতরাং আইসিসির কোনো সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা রাশিয়ার নেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ এনে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার আইসিসির প্রধান পিওতর হফম্যানস্কিকে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। গতকাল সোমবার রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি আইন ভঙ্গের অভিযোগে পিওতর হফম্যানস্কিকে ওয়ান্টেড ঘোষণা করেছে। পাশাপাশি আইসিসির ভাইস প্রেসিডেন্ট লুজ দেল কারমেন ইবানেজ ক্যারাঞ্জা, বিচারক বের্ট্রাম স্মিটকেও ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। তবে মন্ত্রণালয় এই তিনজন কী অপরাধ করেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘উল্লিখিত তিনজনকে রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি আইনের একটি অনুচ্ছেদের অধীনে ওয়ান্টেড বলে ঘোষণা করা হয়েছে।’ তবে সেই অনুচ্ছেদ বা তাদের অপরাধের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রণালয়।
এর আগে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। সে সময় হেগভিত্তিক আদালত এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই অভিযোগে ভ্লাদিমির পুতিনের শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলে উল্লেখ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর। কারণ হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এই সিদ্ধান্ত অর্থহীন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার কাছে আইসিসির সিদ্ধান্তের কোনো মূল্য নেই। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিকে রাশিয়া সমর্থন করে না। সুতরাং আইসিসির কোনো সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা রাশিয়ার নেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় রাশিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে